এখন ভারতে লঞ্চ করা হবে না Realme Narzo 10 এবং Narzo 10A, Coronavirus এর প্রভাবে স্থগিত রাখা হল সমস্ত লঞ্চ

যেদিন টেক কোম্পানি Realme ঘোষণা করে জানিয়েছে তারা ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ ‘Narzo’ লঞ্চ করতে চলেছে সেদিন থেকেই দেশের সমস্ত রিয়েলমি ফ‍্যানের সঙ্গে সঙ্গে স্মার্টফোন প্রেমীরা এই সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে তারা এই সিরিজে Narzo 10 এবং Narzo 10A স্মার্টফোন লঞ্চ করবে। এই দুটি ফোন‌ই আজ অর্থাৎ 26 মার্চ ভারতে পেশ করার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কোম্পানি এদেশে তাদের নারজো সিরিজের লঞ্চ পিছিয়ে দিয়েছে।

আরও পড়ুন: চলে এল Samsung Galaxy M51 এর ডিটেইলস, কম দামে পাওয়া যাবে Galaxy S10 Lite এর মতো ফিল

রিয়েলমি ইন্ডিয়ার হেড মাধব শেঠ তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে টুইট করে জানিয়েছেন কোম্পানি আপাতত তাদের Realme Narzo 10 এবং Narzo 10A ফোনদুটির লঞ্চ অনির্দিষ্টকালের জন্য বাতিল করছে। মাধব শেঠ আরও জানান করোনা ভাইরাসের দরুন দেশে শুধুমাত্র নারজো সিরিজ নয় বরং কিছু দিনের জন্য রিয়েলমি তাদের ব্র‍্যান্ডের সমস্ত স্মার্টফোন ও প্রোডাক্টের নির্মাণ বন্ধ রাখছে। প্রসঙ্গত ইতিমধ্যে টেক কোম্পানি ভিভোও ঘোষণা করেছে যে তারা এই মুহুর্তে ভারতে কোনো প্রোডাক্ট তৈরি করবে না এবং স্মার্টফোন প্রস্ততিতে যে বিপুল পরিমাণ অর্থরাশির প্রয়োজন তা দিয়ে কোম্পানি এই চরম সংকটজনক পরিস্থিতিতে ভারত সরকারের পাশে গিয়ে দাঁড়াবে।

Realme Narzo 10 

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Realme Narzo 10 ফোনটিতে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি80 চিপসেটে রান করবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। এই ফোনে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme Narzo 10 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আরও পড়ুন: 4700 mAh ব‍্যাটারী, 64 MP ক‍্যামেরা ও Snapdragon 865 প্রসেসরের সঙ্গে চলে এল Redmi K30 Pro 5G, জেনে নিন দাম

Realme Narzo 10 সম্পর্কে টেক জগতে আলোচনা হচ্ছে এই ফোনটি কিছু দিন আগে মায়ানমারে লঞ্চ করা কোম্পানির Realme 6i ফোনটির রিব্র‍্যান্ডেড ভার্সন হবে। বিশ্বস্ত সোর্স থেকে জানা গেছে এই ফোনটি 89.9 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হবে এবং এই ফোনে ওয়াটারড্রপ নচ সেলফি ক‍্যামেরাযুক্ত 6 5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই হ‍্যান্ডসেটে ‘A’ ক্লাস প্রসেসর দেওয়া হবে যা এই ফোনের মধ্য দিয়ে প্রথম ভারতে আসতে চলেছে। আশা করা হচ্ছে এই চিপসেটটি মিডিয়াটেকের গেমিং সেন্ট্রিক হেলিও জি80 চিপসেট হবে। আপাতত Realme Narzo 10 এর র‍্যাম ও স্টোরেজ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে Realme 6i এর মতোই এই ফোনটিও 3 জিবি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরিসহ পেশ করা হবে।

ফোটোগ্ৰাফির জন্য Realme Narzo 10 এ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই প্রাইমারি সেন্সরটি Samsung GM1 অথবা GM2 দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনে 8 মেগাপিক্সেলের 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের 4 সেন্টিমিটার ম‍্যাক্রো লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের‌ই B&W ডেপ্থ সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2 0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে।

আরও পড়ুন: Vivo এর ঘোষণা: থেমে গেল Vivo V19 এর লঞ্চ, স্মার্টফোনের পরিবর্তে তৈরি করবে মাস্ক এবং করবে করোনা প্রতিরোধে সাহায্য

Realme Narzo 10 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত রিয়েলমি ইউআইয়ের সঙ্গে পেশ করা হবে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ডুয়েল সিম, 4জি ভোএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5, জিপিএস/ গ্লোনাস/ Beidou, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও এফ‌এম রেডিও থাকবে।

Realme Narzo 10A

Realme Narzo 10A ফোনটি সম্পর্কে মনে করা হচ্ছে এই ফোনটি Realme Narzo 10 এর ছোট ভেরিয়েন্ট হবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। আপাতত ফোনের ক‍্যামেরা রেজলিউশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। Realme Narzo 10A ফোনটিতে কোম্পানি 6.5 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here