120km রেঞ্জসহ লঞ্চ হল HOP Leo ইলেকট্রিক স্কুটার, দাম 1 লাখেরও কম 

Highlights

  • হাই-স্পিড HOP Leo ইলেকট্রিক স্কুটারের টপ স্পিড হল 52kmph। 
  • HOP Leo ইলেকট্রিক স্কুটারটি সিঙ্গেল চার্জে 120 কিমি পর্যন্ত চালানো যাবে।
  • এই EV টি পাঁচটি কালার অপশনে 23 জানুয়ারি থেকে HOP ডিলারশিপ জুড়ে পাওয়া যাবে। 

EV নির্মাতা HOP ইলেকট্রিক ভারতে তাদের HOP Leo ইলেকট্রিক স্কুটারের হাই স্পিড ভার্সন লঞ্চ করেছে। নতুন এই ইলেকট্রিক সার্কিটের দাম 1 লাখ টাকারও কম। এই নতুন ইলেকট্রিক স্কুটারটি শুধুমাত্র সিঙ্গেল চার্জে 120 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এই ই-স্কুটারের টপ স্পিড 52 kmph। এছাড়াও এই স্কুটারে রয়েছে রাইডিং মোড, LCD ডিসপ্লে এবং LED লাইটিং-এর মতো ফিচার। আরও পড়ুন: Krafton এর লেটেস্ট আপডেটে BGMI ফ্যানদের বেড়ে গেল হার্টবিট, জেনে নিন কারণ  

HOP LEO ইলেকট্রিক স্কুটারের দাম

কোম্পানি ভারতে তাদের এই হাই স্পিড HOP LEO ইলেকট্রিক স্কুটারটি 97,000 টাকায় (এক্স-শোরুম) পেশ করেছে। গ্রাহকরা 23 জানুয়ারি থেকে HOP ডিলারশিপ থেকে এই ই-স্কুটারটি কিনতে পারবেন। কোম্পানি এই স্কুটারটিকে পাঁচটি রঙের কালার অপশনে পেশ করেছে – কালো, সাদা, ধূসর, নীল এবং লাল।

কোম্পানি এই স্কুটারের ব্যাটারিতে তিন বছর / 40,000 কিমি ওয়ারেন্টি দিচ্ছে এবং গাড়িতে তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে। HOP LEO ইলেকট্রিক স্কুটারটি ভারতে Ola S1 Air এবং Ola S1 স্কুটার দুটিকে কড়া টক্কর দেবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: 5,000mAh ব্যাটারি এবং 7GB RAM এর শক্তি সহ লঞ্চ হল লো বাজেট Tecno Spark Go 

HOP লিও ইলেকট্রিক স্কুটারের স্পেসিফিকেশন

  • HOP Leo ইলেকট্রিকের হাই স্পিড ভার্সনে একটি 2.1kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। এটি 2.9bhp এবং 90Nm এর সর্বোচ্চ টর্ক জেনারেট করে।
  • কোম্পানির দাবি অনুযায়ী এই ই-স্কুটারটি সিঙ্গেল চার্জে 120 কিমি রেঞ্জ প্রদান করে। এর টপ গতি 52kmph।
  • HOP Leo স্কুটারটি 850W চার্জারের সাহায্যে মাত্র 2.5 ঘন্টার মধ্যে 0 থেকে 80 শতাংশ চার্জ করা যেতে পারে।

HOP Leo ইলেকট্রিক স্কুটারের ফিচার

HOP Leo এলইডি লাইটিং, ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, LCD ডিসপ্লে, মোবাইল চার্জার, রিজেনারেটিভ ব্রেকিং ইত্যাদির মত ফিচার সাপোর্ট করবে। এই স্কুটারে 4টি রাইডিং মোড- ইকো, পাওয়ার, স্পোর্ট এবং রিভার্স রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারটি 90 সেকশনের 10-ইঞ্চি হুইল, IP65 এবং IP67-রেটেড ইলেকট্রিক কম্পোনেন্ট, 19.75 লিটার আন্ডার সিট স্টোরেজ স্পেস এবং 160mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাপোর্ট করে। HOP Leo এর লোডিং ক্যাপাসিটি হল 160kg। আরও পড়ুন: 17GB RAM এবং 5,160mAh Battery সহ ভারতে লঞ্চ হল TECNO PHANTOM X2 Pro 5G স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here