ভারতে OnePlus 13 স্মার্টফোন লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছে। এর স্মগেই দেশের বাজারে OnePlus 13R ফোনটিও পেশ করা হবে। এই দুটি ফোনেই অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন পাওয়া যাবে। OnePlus 13 ফোনটি ইতিমধ্যে চীনে লঞ্চ হয়ে গেছে, এদিকে OnePlus 13R ফোনটি লঞ্চের আগেই এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গেছে। এই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়ে গেছে। এই ডিটেইলস নিচে শেয়ার করা হল।
OnePlus 13R ফোনের গীকবেঞ্চ লিস্টিং
- OnePlus 13R ফোনটি গীকবেঞ্চে OnePlus CPH2645 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
- এই লিস্টিং গত 29 নভেম্বর করা হয়েছে এবং বিখ্যাত টেক ওয়েবসাইট মাই স্মার্ট প্রাইস এটি স্পট করেছে।
- OnePlus 13R ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে 2221 এবং মাল্টি কোর টেস্টে 6615 স্কোর পেয়েছে।
- গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনটি লেটেস্ট এবং অ্যাডভান্স Android 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।
- প্রসেসিঙের জন্য OnePlus 13R ফোনে 2.26 গিগাহার্টস ক্লক স্পীড বেস ফ্রিকোয়েন্সি সহ অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।
- এই অক্টাকোর প্রসেসরে 3.30GHz ক্লক স্পীডযুক্ত একটি কোর, 3.15GHz ক্লক স্পীডযুক্ত তিনটি কোর এবং 2.96GHz ক্লক স্পীডযুক্ত দুটি ও 2.27GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর থাকবে।
- OnePlus 13R ফোনের গীকবেঞ্চ লিস্টিঙের মাদারবোর্ড সেকশনে ‘pineapple’ কোডনেম লেখা রয়েছে, এটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর হতে পারে।
- গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 750 GPU যোগ করা হবে বলে জানা গেছে।
- গীকবেঞ্চ অনুযায়ী এই ফোনে 12GB RAM থাকবে। তবে ফোনটির 8GB RAM অপশনও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
OnePlus 13R ফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.78″ 1.5K 8T LTPO Screen
- Qualcomm Snapdragon 8 Gen 3
- 16GB RAM + 512GB Storage
- 50MP Back Camera
- 16MP Front Camera
- 6,000mAh Battery
- 100W fast charging
ডিসপ্লে: এই ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী BOE X2 টেকনোলজি সহ এই ফ্ল্যাট স্ক্রিন 8T LTPO প্যানেল দিয়ে তৈরি হবে এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও হাই রিফ্রেশ রেট ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর: OnePlus 13R ফোনে 3.4GHz ক্লক স্পীডযুক্ত ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 যেন 3 প্রসেসর যোগ করা হতে পারে।
স্টোরেজ: এই ফোনে LPDDR5X RAM + UFS 4.0 Storage টেকনোলজি থাকতে পারে। এই ফোনের টপ ও বেস ভেরিয়েন্টে যথাক্রমে 16GB এবং 12GB RAM দেওয়া হতে পারে। এই ফোনটির 256GB এবং 512GB স্টোরেজ অপশন সেল করা হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP OIS প্রাইমারি সেন্সর + 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 2MP ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে শোনা যাচ্ছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13R ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার সহ 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।