স্যামসাঙ তাদের ফ্যানদের জন্য উপহার হিসেবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S24 এর দামে বড়সড় ছাড় ঘোষণা করেছে। কোম্পানির তরফ থেকে এই ফোনে 13 হাজার টাকার ডিসকাউন্ট স্কিম দেওয়া হচ্ছে। যার ফলে এই ফোনের সব মডেল কম দামে কেনা যাচ্ছে। গতকাল থেকে এই অফার শুরু হয়েছে। এই অফার ডিটেইলস এবং ফোনের কম দামের সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
Samsung Galaxy S24 ফোনের অফার
Samsung Galaxy S24 | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | সেলিং প্রাইস |
8GB RAM + 128GB Storage | ₹74,999 | ₹13000 | ₹61,999 |
8GB RAM + 256GB Storage | ₹79,999 | ₹13000 | ₹66,999 |
8GB RAM + 512GB Storage | ₹89,999 | ₹13000 | ₹76,999 |
Samsung Galaxy S24 ফোনের দাম
স্যামসাঙ গ্যালাক্সি এস24 ফোনের সবকটি মেমরি ভেরিয়েন্টে কোম্পানি 13 হাজার টাকা ছাড় ঘোষণা করেছে। সম্প্রতি লঞ্চ হওয়া 74,999 টাকা দামের মডেলটি এখন মাত্র 61,999 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়া, অফারের আওতায় ফোনের 256জিবি ভেরিয়েন্ট 66,999 টাকা এবং 512জিবি স্টোরেজ মডেল 76,999 টাকা দামে কেনা যাবে।
Samsung Galaxy S24 ফোনের অফার
এটি একটি অফলাইন স্কিম এবং এই অফারের সুবিধা শুধুমাত্র রিটেইল স্টোর বা মোবাইলের দোকানের মাধ্যমেই উপভোগ করা যাবে। উল্লেখ্য, মোট 13000 টাকার মধ্যে 12 হাজার টাকা ছাড় ব্র্যান্ডের পক্ষ থেকে এবং 1 হাজার টাকা ডিসকাউন্ট Samsung ডিলারদের পক্ষ থেকে দেওয়া হবে। এই অফার 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে।
Samsung Galaxy S24 ফোনের ছবি
Samsung Galaxy S24 ফোনের স্পেসিফিকেশন
- 6.2″ 120Hz AMOLED Display
- Samsung Exynos 2400 Processor
- 50MP Rear Camera
- 12MP Front Camera
- 4,000mAh Battery
ডিসপ্লে: Samsung Galaxy S24 ফোনে 6.2 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে ডায়নামিক এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট ও 2600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্যামসাঙ এক্সিনস 2400 ডেকাকোর প্রসেসর দেওয়া রয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ান ইউআই 6.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: Samsung Galaxy S24 5G ফোনে সেলফির জন্য এআই ফিচারযুক্ত 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য ফাস্ট চার্জিঙের পাশাপাশি ওয়্যারলেস চার্জিং ফিচারও দেওয়া হয়েছে।
Samsung Galaxy S24 ফোনের প্রতিদ্বন্দ্বী
অফারের আওতায় Samsung Galaxy S23 5G ফোনটি মাত্র 61,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই দামে Samsung এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল 64,999 টাকা দামের OnePlus 12 স্মার্টফোন। একই রেঞ্জে iPhone 15 ফোনটিও Galaxy S23 ফোনটিকে করা টক্কর দেয়। ফ্ল্যাগশিপ স্মার্টফোন Google Pixel 8 এবং Vivo X100 এর সঙ্গেও Galaxy S23 5G এর প্রতিযোগিতা চলে।