13GB RAM, 128GB Storage এবং 5G এর শক্তির সাথে oppo পেশ করলো একটি অত্যাধুনিক স্টাইলিশ ফোন, দাম শুনে আপনি‌ও হয়ে যাবে‌ন অবাক

Oppo ভারতে নিজের সস্তা এবং স্টাইলিশ OPPO K10 5G স্মার্টফোনটিকে লঞ্চ করে দিয়েছে। oppo এর এই স্মার্টফোনটি ভারতে আগে থেকে উপস্থিত OPPO K10-এর 5G ভার্সন। OPPO K10 5G স্মার্টফোনটিকে ভারতে কোম্পানি MediaTek এর শক্তিশালী Dimensity 810 প্রসেসের সাথে লঞ্চ করেছে। Oppo এর এই 5G স্মার্টফোনের ভারতে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করা হচ্ছিল। অত্যাধুনিক OPPO K10 5G স্মার্টফোনে কোম্পানি ডুয়াল রেয়ার ক্যামেরা দিয়েছে। এই ফোনে 13GB RAM (8GB + 5GB virtual RAM ) দেওয়া হয়েছে। এর সাথেই দেওয়া হয়েছে 128GB স্টোরেজ। oppo এর 5G ফোনটিকে 33W ফাস্ট চার্জিঙের এর সাথে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে OPPO K10 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার্স এবং দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

Oppo K10 5G-এর স্পেসিফিকেশন

  • 6.56-Inch HD+ LCD Display (90Hz রিফ্রেশরেট)
  • MediaTek Dimensity 810 প্রসেসর
  • 5,000mAh ব্যাটারি, 33W চার্জিং
  • 8GB RAM, 128GB স্টোরেজ (5GB Virtual RAM)
  • 48MP + 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা
  • 8MP সেলফি ক্যামেরা
  • Android 12 অপারেটিং সিস্টেম ColorOS 12.1

লেটেস্ট Oppo K10 5G স্মার্টফোনে 6.5-inch IPS LCD Display দেওয়া হয়েছে, ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz। এই ডিসপ্লেটির রেজ্যুলেশন HD+। oppo-এর এই স্মার্টফোনটিকে MediaTek এর Dimensity 810 5G প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। oppo এর এই ফোনে 8GB এর RAM এবং 5GB ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে। স্টোরেজের কথা বলতে গেলে, এই ফোনে 128GB Internal Storage দেওয়া হয়েছে।

Oppo K10 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 48MP-এর প্রাইমারি ক্যামেরা এবং 2MP-এর সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিঙের জন্য 8MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Oppo এর এই ফোনটি Android 12-এ রান করে। Oppo এর এই ফোনে 5,000 Mah ব্যাটারি এবং 33w এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে সাউন্ড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Oppo K10 4G মডেলের তুলনায় Oppo K10 5G ফোনটিকে আরও ভালো চিপসেট এর সাথে পেশ করা হয়েছে। যদিও oppo-এর এই ফোনে ক্যামেরা সেন্সর কম করার সাথে সাথে সেলফি ক্যামেরা 16MP থেকে কমিয়ে 8MP করে দেওয়া হয়েছে। এর সাথে 4G মডেলে যেখানে Android 11 চলতো, সেখানে K10 5G স্মার্টফোনটিকে Android 12-এর সাথে পেশ করা হয়েছে।

Oppo K10 5G-এর দাম

Oppo K10 5G স্মার্টফোনের সিঙ্গেল ভেরিয়েন্টটিকে 8GB RAM এবং 128GB স্টোরেজ এর সাথে 17,499 দামে পেশ করা হয়েছে। আগামী 15 জুন থেকে এই ফোনের সেল ফ্লিপকার্টে শুরু হয়ে যাবে। Oppo K10 5G স্মার্টফোনের প্রথম সেলে SBI, Kotak, Axis, Bank of Baroda ব্যাংকের ক্রেডিট কার্ডে 1500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here