Highlights
- 14 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে HONOR 90 5G।
- এই ফোনের সঙ্গে ভারতে ফিরতে চলেছে অনার।
- এই নতুন ফোন HTech অর্থাৎ HONOR Tech ব্র্যান্ডের অধীনে সেল করা হবে।
- HONOR 90 ফোনে 200MP Rear এবং 50MP Selfie Camera থাকবে।
realme India CEO হিসাবে কাজ করার পর Madhav Sheth যখন ঘোষণা করেন তিনি অনার কোম্পানির হয়ে কাজ শুরু করছেন এবং শীঘ্রই ভারতের বাজারে ব্র্যান্ডের নতুন ফোন লঞ্চ করা হবে সেদিন থেকেই ভারতীয় টেক জগত কোম্পানির এই নতুন ফোনের জন্য অপেক্ষা করছে। গতকাল HTech অর্থাৎ HONOR Tech ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 14 সেপ্টেম্বর ভারতে HONOR 90 5G লঞ্চ করা হবে।
Finally, the wait is over!
Prepare to be a part of the future as we unveil the long-awaited revolution in the smartphone industry.
Launching on September 14 at 12:30PM.Know more here : https://t.co/QTw7mGqlN7#ShareYourVibe #HONOR90 pic.twitter.com/6qJbpFLbXl
— HTECH (@ExploreHONOR) September 7, 2023
ভারতে লঞ্চ হবে HONOR 90
প্রথমেই জানিয়ে রাখি এই চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন ভারতে এইচটেক ব্র্যান্ডের অধীনে সেল করা হবে। HONOR 90 5G ফোনটি ভারতে সেল হওয়া HTech এর প্রথম স্মার্টফোন হতে চলেছে। 14 সেপ্টেম্বর দুপুর 12টা বেজে 30 মিনিটে এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ শপিং সাইট আমাজনে এই লঞ্চিং লাইভ দেখানো হবে।
HONOR 90 এর স্পেসিফিকেশন
- 200MP Rear Camera
- 50MP Selfie Camera
- MagicOS 7.1
- 1.5K 120Hz Screen
- 5,000mAh Battery
প্রসেসর: HONOR 90 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.1 এর সঙ্গে লঞ্চ করা হবে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট যোগ করা হবে।
ক্যামেরা: এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ 200MP প্রাথমিক ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও একটি 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স এবং একটি 2MP ডেপথ সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
ডিসপ্লে: ফোনটির চীনে লঞ্চ করা মডেলটিতে 1.5K রেজলিউশন সহ 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 120Hz রিফ্রেশরেট, 3840Hz PWM ডিমিং সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি থাকবে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন