ফোনে গেম খেলা কোনো বাজে জিনিস নয়, সেটা অনলাইন হোক বা অফলাইন। বলা হয় এধরনের গেম খেললে মস্তিষ্ক দ্রুত গতিতে কাজ করতে পারে এবং ভাবনা চিন্তার ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু গেম খেলার শখ নেশায় পরিণত হলে সেটা ততটাই খারাপ। এভাবেই আজকের দিনে দাঁড়িয়ে প্রায় গোটা দুনিয়ার একটি গেমের রমরমা চলছে, যার নাম পাবজি। পাবজি অর্থাৎ প্লেয়ার আননোনস ব্যাটেলগ্ৰাউন্ড, এই গেমে সব বয়সের মানুষই আজ আসক্ত। পাবজি আজ এতটাই জনপ্রিয় যে কিছু মানুষের জন্য এটা শুধুমাত্র শখ নয় বরং নেশার সমতুল্য। এমন এক নেশা যা প্রাণঘাতী প্রমাণিত হচ্ছে। এমনই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যেখানে জানা গেছে হায়দরাবাদের এক 16 বছর বয়সী যুবক পাবজির কারণে আত্মহত্যা করেছে।
এপ্রিলে ভারতে লঞ্চ হবে এই 9টি দুর্দান্ত স্মার্টফোন
পাবজি সম্পর্কিত এই অবাক করা খবর হায়দরাবাদের। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় এক 16 বছরের যুবক আত্মঘাতী হয়েছে। এই যুবকের নাম কালাকুরি সম্ভাশিভ বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী শিভ দশম শ্রেণীর ছাত্র যে গত সোমবার নিজের বাড়িতেই আত্মহত্যা করে নিয়েছে। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে শিভের পিতা ভরত রাজ বলেছেন শিভের পরীক্ষা চলছিল অথচ সে পড়ার থেকে বেশি সময় ফোনে গেম খেলতে খরচ করছিল।
ভরত রাজ আরও বলেন, মঙ্গলবার শিভের পরীক্ষা ছিল অথচ সে পড়ার বদলে ফোনে পাবজি খেলতে ব্যস্ত ছিল। এই কারণে শিভের মা উমাদেবী তাকে বকে এবং পাবজি খেলতে বাধা দেয়। গেম খেলতে বাধা দেওয়ায় শিভ রেগে নিজের ঘরে চলে যায় এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশে রিপোর্টে আত্মহত্যার কারণ হিসেবে পাবজির নেশাকেই দায়ী করা হয়েছে। এমনটা প্রথম নয় যে পাবজির জন্য কারোর এত বড় ক্ষতি হল। ভারতের বিভিন্ন স্থানে এর আগে একাধিক দুর্ঘটনা ঘটতে দেখা গেছে, যেমন-
● কিছু দিন আগে একটি রিপোর্ট থেকে জানা যায় মুম্বাইয়ের এক 18 বছর বয়সী যুবক পরিবারের কাছে পাবজি খেলার জন্য হাইএন্ড স্মার্টফোন চায়। কিন্তু পরিবারের পক্ষ থেকে ফোন কিনে দিতে অস্বীকার করায় সে আত্মহত্যা করে।
● কয়েক দিন আগে গাজিয়াবাদে বসবাসকারী এক ছাত্র গেমের জন্য বাড়ি ছেড়ে চলে যায়।
রিয়েলমি 2 প্রোর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম
● কিছু দিন আগে দিল্লির বসন্তপুর এলাকার একটি ছেলেকে পাবজি খেলতে মানা করায় সে তার মা-বাবার হত্যা করে।
● জম্মু-কাশ্মীরে এই গেমের চক্করে পড়ে এক ফিজিক্যাল ট্রেনার মানসিক ভারসাম্য হারিয়ে দেওয়ালে মাথা পেটাতে থাকে।
● জলন্ধরে পাবজি খেলার জন্য নতুন ফোন কেনার ইচ্ছায় এক 15 বছরের কিশোর তার বাবার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে নেয়।
মার্কেটে ধামাকা করতে আসছে গ্যালাক্সি নোট 10, 4 রেয়ার ক্যামেরা ও ডুয়েল স্ক্রিনের সঙ্গে হবে লঞ্চ
● উত্তর প্রদেশের এক গ্ৰামে এক যুবক এই গেমে এতটাই আসক্ত হয়ে পড়ে যে তার গর্ভবতী স্ত্রীসহ পরিবার ছেড়ে চলে যায়।
● মহারাষ্ট্রে হিঙ্গোলি জেলার দুই যুবক ট্রেনের নিচে চলে আসে। বলা হয় তারা পাবজি খেলায় এতটাই মগ্ন ছিল যে কখন ট্রেন আসে খেয়ালই করে না।
● এমনও একটি ঘটনার কথা শোনা যায় যেখানে এক ব্যাক্তি তার বোনের হবু স্বামীকে ছুরি দিয়ে আক্রমণ করে।
● মধ্য প্রদেশের ছিন্দওয়াড়া জেলার এক যুবক পাবজিতে এতটাই ডুবে ছিল যে সে জলের বদলে অ্যাসিড পান করে ফেলে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন