90 দিনের ভ্যালিডিটিসহ 749 টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে Jio, প্রতিদিন পাবেন 2GB ডেটা, জেনে নিন বিস্তারিত

Reliance Jio একটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যার দাম 749 টাকা। এই রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র যাদের দিনের বেলায় বেশি ইন্টারনেট ডেটা ব্যবহার হয় তাদের জন্যই নয় বরং, এমন ধরনের ইউজারদের জন্যও সেরা যারা একবার পেমেন্ট করে বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান, তাদের জন্য অন্যতম সেরা রিচার্জ প্ল্যান হল Jio এর এই 749 টাকার প্ল্যানটি। আরও পড়ুন: ফ্ল্যাগশিপের সংজ্ঞা পালটে দেবে OnePlus 11 স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন 

Jio এর 749 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের ডিটেইলস

দীর্ঘ ভ্যালিডিটি – Reliance Jio এর 749 টাকার প্রিপেইড প্ল্যানটি কোম্পানির তরফে 90 দিনের ভ্যালিডিটি সহ পেশ করা হয়েছে অর্থাৎ একবার রিচার্জ করার পর প্রায় তিন মাস আর রিচার্জ করতে হবে না।

দৈনিক ডেটা – Jio এর 749 টাকার প্ল্যানে কোম্পানির দ্বারা ইউজারদের প্রতিদিন 2GB 4G ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। দৈনিক 2GB ডেটা অনুসারে, Jio গ্রাহকরা পুরো প্ল্যানে মোট 180GB ডেটা দিচ্ছে। মনে রাখবেন, ইউজাররা দিনে সর্বোচ্চ 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। আরও পড়ুন: অফারে 13,000 টাকা কম দামে পেয়ে যাবেন দুর্দান্ত ডিজাইনের Nothing Phone (1), জেনে নিন অফার ডিটেইলস 

আনলিমিটেড কলিং – Jio গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন।যা 90 দিনের জন্য ফ্রি থাকবে, যা অন-নেটওয়ার্ক এবং অফ-নেটওয়ার্ক উভয় নম্বরেই ব্যবহার করা যাবে। এই Jio প্ল্যানে আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং এর সুবিধাও রয়েছে।

SMS – Reliance Jio-এর 749 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটির পাশাপাশি দৈনিক 2GB ডেটা সহ, প্রতিদিন 100টি SMS এর সুবিধা রয়েছে। এই SMS গুলি প্রতিটি নেটওয়ার্কে, লোকাল এবং STD যে কোনও সার্কেলে ফ্রিতে ব্যবহার করা যাবে৷ আরও পড়ুন: Oneplus, Realme এবং iQoo-কে টক্কর দিতে শীঘ্রই লঞ্চ হবে Xiaomi Redmi K60, জেনে নিন স্পেসিফিকেশন 

Jio Apps – Reliance Jio ইউজাররা কোম্পানির কাছ থেকে যে অতিরিক্ত সুবিধাগুলি পান তার মধ্যে একটি হল Jio অ্যাপগুলিতে অ্যাক্সেস। কোম্পানির নতুন 749 টাকার প্ল্যানে JioCinema, JioTV, JioSecurity এবং JioCloud-এর মতো অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে Jio।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here