20 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে OPPO F29 এবং OPPO F29 Pro 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

ওপ্পো ভারতে তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে 20 মার্চ ভারতে OPPO F29 সিরিজ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। অফিসিয়ালি এখনও পর্যন্ত এই সিরিজের স্মার্টফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে এই সিরিজের অধীনে OPPO F29 এবং OPPO F29 Pro 5G স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO F29 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

OPPO F29 series এর লঞ্চ ডিটেইলস

ওপ্পো 20 মার্চ ভারতে তাদের একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে OPPO F29 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে OPPO F29 এবং OPPO F29 Pro 5G স্মার্টফোনগুলি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে আপকামিং OPPO F29 ফোনটি Solid Purple, Glacier Blue এবং icy blue কালার অপশনে এবং OPPO F29 Pro 5G ফোনটি Marble White এবং Granite Black কালার অপশনে পেশ করা হবে।

OPPO F29 এবং F29 Pro ফোনে থাকবে মজবুত বডি

আপকামিং OPPO F29 এবং OPPO F29 Pro 5G ফোনটি মিলিটারি গ্রেড বডি সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনদুটিতে MIL-STD-810H-2022 সার্টিফিকেশন থাকবে এবং ফোনদুটি 14 মিলিটারি স্ট্যান্ডার্ড পাশ করবে। এর মধ্যে বরফ জল, সোলার রেডিয়েশন, আদ্রতা, শক এবং তীব্র তাপমাত্রার মতো টেস্টগুলি ছিল। কোম্পানির আপকামিং ফোনটি 360° Armour Body সহ পেশ করা হবে বলে জানিয়েছে।

জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য OPPO F29 এবং OPPO F29 Pro 5G ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ পেশ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1.5 মিটার জলের নীচে 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে। এই ওপ্পো 5জি ফোনটি 80° তীব্র গরম সহ্য করতে পারবে। OPPO F29 সিরিজের ওজন 180 গ্রাম এবং থিকনেস মাত্র 7.55mm হবে।

 

OPPO F29 series এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.7″ quad curved AMOLED Display
  • MediaTek Dimensity 7300 (এফ 29 প্রো)
  • Qualcomm Snapdragon 6 Gen 3 (এফ 29)
  • 12GB RAM + 256GB Storage
  • 16MP Selfie Camera
  • 50MP OIS Camera
  • 6,000mAh Battery (এফ 29 প্রো)
  • 6,500mAh Battery (এফ 29)

ডিসপ্লে: OPPO F29 Pro ফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে। লিক অনুযায়ী ফোনটিতে কোয়াড কার্ভ এমোলেড ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হবে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।

প্রসেসর: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F29 Pro 5G ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। অন্যদিকে OPPO F29 ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 3 অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হবে।

স্টোরেজ: OPPO F29 Pro ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী OPPO ফোনটিতে 8GB RAM এবং 12GB RAM দেওয়া হবে। ভারতীয় বাজারে এই 5জি ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। অন্যদিকে OPPO F29 ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO F29 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F29 Pro 5G ফোনটিতে শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে OPPO F29 ফোনটি 6,500এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here