ভারতে লঞ্চ হল 200MP Camera স্মার্টফোন Realme 11 Pro+ 5G, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • এতে 32MP Selfie সেলফি ক্যামেরা রয়েছে।
  • ফোনটির স্ক্রিনের নিচেই এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লোকানো রয়েছে।
  • এটি 100W Fast Charging সাপোর্ট করে।

রিয়েলমি আজ ভারতে তাদের ব্র্যান্ডের লেটেস্ট ’11 প্রো’ সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে 200MP Camera সহ স্মার্টফোন Realme 11 Pro+ 5G লঞ্চ করা হয়েছে। অত্যন্ত স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল। আরও পড়ুন: এবার হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবেন JioTag Bluetooth Tracker এর মাধ্যমে, দাম মাত্র 749 টাকা

Realme 11 Pro+ 5G এর দাম এবং সেল

Realme 11 Pro এর 8GB RAM ও 256GB স্টোরেজযুক্ত বেস মডেলের দাম 27,999 এবং 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে। আগামী 15 জুন থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। আআজ ইউজাররা রিয়েলমি আর্লি অ্যাক্সেস সেলে 6টা থেকে 8টার মধ্যে ফোনটি কেনা যাবে। ফোনটি কেনার সময় ব্যাঙ্ক অফার হিসাবে 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

200MP Camera সহ ফোন

Realme 11 Pro+ 5G ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব এই ফোনের ক্যামেরা সেগমেন্ট। এই ফোনে 200 মেগাপিক্সেলের দুর্দান্ত Samsung HP3 super zoom ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এটি 1/1.4″ এক্সট্রা লার্জ সেন্সর যা 2.24μm ফিউশন লার্জ পিক্সেলের সঙ্গে 22.9 এমএম ফকাল লেন্থ এবং 85° ফিল্ড অফ ভিউ (FOV) দিতে সক্ষম। এই সেন্সর এফ/1.69 অ্যাপার্চারে কাজ করে। আরও পড়ুন: আর মাত্র 6 দিন পাবেন ফ্রিতে আধার কার্ড আপডেট করার সুযোগ, জেনে নিন শেষ তারিখ

এর সঙ্গে এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme 11 Pro+ 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

  • 6.7″ FHD+ AMOLED Display
  • 8GB RAM Expansion
  • MediaTek Dimensity 7050
  • 5,000mAh Battery
  • 100W Flash Charging

স্ক্রিন: Realme 11 Pro+ 5G তে 1080 x 2412 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি। এটি 120 হার্টস রিফ্রেশরেট, 2160 হার্টস পিডব্লিউ ডিমিং, 1260 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 100% ডিসিআই-পি3 কালার গামুট এবং আই কেয়ারের মতো ফিচার রয়েছে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে Samsung প্রোডাক্টের ওয়ারেন্টি চেক করার সহজ পদ্ধতি

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি ইউআই 4.0 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেট দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি68 জিপিইউ রয়েছে।

RAM: Realme 11 Pro+ 5G ফোনটি 8GB dinamic RAM এক্সপ্যানশন টেকনোলজির সঙ্গে বাজারে আনা হয়েছে। এর মাধ্যমে ফোনের ইন্টারনাল RAM এর সঙ্গে আরও 8GB RAM অতিরিক্ত যোগ করে এর পারফরমেন্স বাড়ানো যায়। আরও পড়ুন: OnePlus 10R ফোনে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি!

ব্যাটারি: Realme 11 Pro+ 5G ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ফাস্ট চার্জিং: এই ফোনের বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এর সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে ব্যাটারি 0 থেকে 50 শতাংশ এবং 50 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। আরও পড়ুন: আগের থেকে 8 হাজার টাকা কম দামে পাবেন Samsung Galaxy S22 ফোন, জেনে নিন ডিটেইলস

কানেক্টিভিটি: এই ফোনে ডুয়েল মোড SA/NSA 5G সাপোর্ট করে জার মাধ্যমে 7টি 5জি ব্যান্ড ব্যাবহার করা যায়। এতে 4জি এলটিই ফিচারও রয়েছে। এই ফোনে ডুয়েল সিম, ব্লুটুথ এবং ওয়াইফাই এর সঙ্গে এনএফসির মতো ফিচার আছে। এছাড়াও এই ফোনে 1টিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here