মাত্র 9,999 টাকা দামে ভারতে লঞ্চ হবে 32MP Selfie Camera সহ Infinix Hot 40i, জেনে নিন বিস্তারিত

ইনফিনিক্স 2023 সালের ডিসেম্বর মাসে তাদের ‘হট 40’ সিরিজ পেশ করেছিল এবং এই সিরিজের অধীনে Hot 40, Hot 40i ও Hot 40 Pro লঞ্চ করা হয়েছিল। এবার ভারতে এই সিরিজে লঞ্চ করা হবে Infinix Hot 40i ফোনটির মধ্যে দিয়ে। আমরা এক্সক্লুসিভ সোর্স থেকে ভারতে Infinix Hot 40i ফোনটির লঞ্চ সম্পর্কে জানতে পেরেছি এবং ফোনটির ভারতীয় দাম সম্পর্কেও জানা গেছে।

ভারতে লঞ্চ হবে Infinix Hot 40i

আমরা রিটেইলস সোর্স থেকে খবর পেয়েছি ইনফিনিক্স ভারতে তাদের Infinix Hot 40 সিরিজ পেশ করতে চলেছে এবং আগামী কিছু দিনের মধ্যেই দেশের মার্কেটে Infinix Hot 40i লঞ্চ করে দেওয়া হবে। আপাতত ফোনটির লঞ্চ ডেট জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই মাসের প্রথম দিকেই ফোনটি পেশ করা হতে পারে।

Infinix Hot 40i এর ভারতীয় দাম

Infinix Hot 40i ফোনটি একটি লো বাজেট স্মার্টফোন হতে চলেছে যা কম দামে সেল করা হবে। সোর্স অনুযায়ী এই ফোনটি 9,999 টাকা দামে লঞ্চ করা হবে। এটি ফোনটির 8GB RAM + 256GB Storage মডেলের দাম হবে। এতে 8GB virtual RAM ফিচারও থাকবে। অর্থাৎ 10 হাজার টাকার চেয়ে কম দামে Infinix Hot 40i ফোনটি লঞ্চ হলে ভারতের সবচেয়ে সস্তা 256GB স্টোরেজ সহ ফোনের স্থান দখল করে নেবে।

Infinix Hot 40i এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: Infinix Hot 40i ফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এছাড়াও এই স্ক্রিন 480 নিটস ব্রাইটনেস এবং 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং এক্সওএস 13.0 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী জি57 জিপিইউ যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: Infinix Hot 40i ফোনে সেলফির জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ভারতীয় মডেলের এই একই ক্যামেরা দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল এআই সেকেন্ডারি সেন্সর যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here