আগামী সপ্তাহে লঞ্চ হবে লেদার ফিনিশ সহ Samsung Galaxy F55 5G, জেনে নিন তারিখ

স্যামসাঙ গত সপ্তাহে ভারতে তাদের প্রথম লেদার ফিনিশ সহ Samsung Galaxy F55 5G স্মার্টফোন লঞ্চ ঘোষণা করেছিল। এবার কোম্পানি নতুন টিজার শেয়ার করে এই ফোনের লঞ্চ ডেট এবং ডিটেইলস সম্পর্কে জানিয়েছে। আগামী 17 মে এই ফোনটি পেশ করা হবে। কোম্পানি এই ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছে ফোনটির দাম 2X,999 টাকা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লঞ্চের তারিখ, সময়, সম্ভাব্য স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Samsung Galaxy F55 5G এর লঞ্চ ডেট এবং দাম

  • স্যামসাঙ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে নতুন Samsung Galaxy F55 5G স্মার্টফোনটি সম্পর্কে ডিটেলস শেয়ার করেছে।
  • নিচে দেওয়া পোস্টে দেখানো হয়েছে আগামী 17 মে দুপুর 12টার সময় Samsung Galaxy F55 5G স্মার্টফোনটি ভারতে পেশ করা হবে।
  • কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে Samsung Galaxy F55 5G স্মার্টফোনটির দাম 2X999 টাকা থেকে শুরু হবে।
  • এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 30,000 টাকা রাখা হতে পারে।

Samsung Galaxy F55 5G এর ডিজাইন

  • স্যামসাঙ এই সপ্তাহের প্রথমেই আপকামিং এফ-সিরিজের স্মার্টফোনের ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে জানিয়েছিল।
  • কোম্পানির শেয়ার করা টিজার অনুযায়ী Samsung Galaxy F55 5G স্মার্টফোন সেডাল স্টিচ প্যাটার্ন সহ ভেগান লেদার ফিনিশ দেওয়া হবে।
  • এই ফোনটি অ্যাপ্রিকোট ক্রেশ এবং রেজিন ব্ল্যাক এই দুটি কালার অপশনে পেশ করা হবে।
  • কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Samsung Galaxy F55 5G স্মার্টফোনটি ভেগান লেদার ফিনিশ সহ সেগমেন্টের সবচেয়ে হাল্কা এবং পাতলা ফোন হতে চলেছে।

Samsung Galaxy F55 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy F55 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির সুপার এমোলেড + ইনফিনিটি-O ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে FHD+ রেজোলিউশন, 85.7% স্ক্রিন-টু-বডি রেশিয়, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট যোগ করা হতে পারে।
  • প্রসেসর: Samsung Galaxy F55 5G স্মার্টফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে।
  • স্টোরেজ: স্যামসাঙের এই নতুন ফোনে 8জিবি এবং 12জিবি RAM সহ 128 এবং 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: টিজার অনুযায়ী Samsung Galaxy F55 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে OIS সহ 50MP প্রাইমারি এবং 8MP +2MP লেন্স দেওয়া হতে পারে। সেলফি জন্য 50MP লেন্স যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: Samsung Galaxy F55 5G ফোনে 5000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here