ভারতে ফিরল 36টি চাইনিজ অ্যাপ, 2020 সালে সরকার ব্যান্ড করেছিল এইসব অ্যাপগুলো

2020 সালে ভারত সরকার তাদের রাষ্ট্রীয় সুরক্ষা এবং ইউজারদের প্রাইভেসি রক্ষার জন্য 200 চেয়েও বেশি চাইনিজ অ্যাপ বন্ধ করেছিলো। তবে এবার রিপোর্টের মাধ্যমে জানা গেছে পাঁচ বছর পর আবার এর মধ্যে 36টি অ্যাপ চালু হয়েছে। ভারতীয় বাজারে আবার নতুন নাম এবং পরিবর্তিত ওনারশিপ সহ এই অ্যাপগুলি চালু হয়েছে, এর মধ্যে শপিং, ফাইল শেয়ারিং এবং গেমিং অ্যাপ রয়েছে।

ভরতিয় বাজারে জনপ্রিয় শপিং অ্যাপ Shein আবার নতুন করে পেশ করা হয়েছে। এছাড়াও প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের মাধ্যমে Shein-Taobao, ফাইল শেয়ারিং অ্যাপ Xender, স্ট্রিমিং প্ল্যাটফর্ম MangoTV এবং ডেটিং Tantan মতো অ্যাপগুলি ডাউনলোড করা যাচ্ছে। এই অ্যাপগুলি রিব্র্যান্ডিং এবং ওনারশিপের পরিবর্তন করে আবারও ভারতীয় বাজারে ফেরত এসেছে, ফলে ভারতীয় সরকার এবং ইউজারদের পক্ষে বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে।

Reliance এর সঙ্গে হাত মিলিয়ে ভারতে ফিরল Shein

জানিয়ে রাখি সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া চীনের অ্যাপগুলি চীনী ডেভেলপারদের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে, তবে এর মধ্যে বেশ কিছু অ্যাপ সামান্য পরিবর্তন সহ ভারতীয় বাজারে ফেরত এসেছে। Reliance এর সঙ্গে হাতমিলিয়ে জনপ্রিয় শপিং অ্যাপ Shein আবার ভারতে ফিরেছে।

এবার ইউজাররা এই অ্যাপটি ‘SHEIN India Fast Fashion’ নামে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। ভারতীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে Shein এর সমস্ত ইউজারদের ডেটা ভারতীয় সার্ভারে স্টোর থাকবে এবং চীনের কোম্পানির সঙ্গে কোনোভাবেই এই অ্যাপের সম্পর্ক নেই। একইভাবে Tantan, যা Tinder মতো একটি ডেটিং অ্যাপ, এটি আবারও ‘Tantan – Asian Dating App’ এর নাম সহ ভারতে লঞ্চ করা হয়েছে।

আবারও ফিরে এল PUBG

জানিয়ে রাখি বেশ কিছু অ্যাপ রয়েছে, যা বন্ধ হওয়া সত্ত্বেও এর ক্লোন ভার্সন ফেরত এসেছে। কিছু ক্ষেত্রে প্রধান ডেভেলপাররা তাদের অ্যাপগুলিতে সামান্য পরিবর্তনের সঙ্গে নতুন ব্র্যান্ডিং করেছে, ফলে প্রধান কাজগুলি বজায় থেকেছে। উদাহরণ হিসেবে PUBG মোবাইল অ্যাপের নাম নেওয়া যায়। এই অ্যাপটি 2020 সালে ব্যান্ডেড করা হলেও 2021 সালে দক্ষিণ কোরিয়ার ক্রাফটন কোম্পানির Battlegrounds Mobile India (BGMI) নামে আবার গেমটি ফিরে আসে। তবে 2022 সালে আবারও এই গেমটিকে বন্ধের সম্মখিন হতে হয়েছিল এবং শুধুমাত্র সুরক্ষা ও সম্মতি নিয়মাবলী মেনে 2023 সালে আবারও একটি চালু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here