আগের থেকে 4 হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে Motorola স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গত এপ্রিল মাসে মোটোরোলা তাদের এজ সিরিজের Motorola Edge 50 Pro স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। এই ফোনটি 50MP সেলফি ক্যামেরা, 5500mAh ব্যাটারি এবং 125W TurboPower চার্জিঙের মতো বিভিন্ন ফিচার সহ লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফোনটি 4 হাজার টাকা কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 50 Pro ফোনের বর্তমান দাম এবং অফার ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 50 Pro 5G এর দাম

Motorola Edge 50 Pro লঞ্চ দাম প্রাইস কাট নতুন দাম
8GB RAM + 256GB Storage ₹31,999 ₹4000 ₹27,999
12GB RAM + 256GB Storage ₹35,999 ₹4000 ₹31,999

উপরে দেওয়া টেবিলে দেখা যাচ্ছে কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম 4,000 টাকা কমিয়ে দিয়েছে। এই দাম কমানোর পর ফোনের 8GB RAM সহ স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা এবং 12GB RAM সহ স্টোরেজ অপশনের দাম 31,999 টাকা হয়ে গেছে। আজ থেকে কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে এই 5জি ফোনটি সেল করা হচ্ছে। এই ফোনটি Black Beauty, Luxe Lavender এবং Moonlight Pearl কালার অপশনে সেল করা হচ্ছে।

Motorola Edge 50 Pro 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Motorola Edge 50 Pro 5G ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির 1.5k 3ডি কার্ভ pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও ফোনটিতে ব্লু লাইট এমিশন থেকে সুরক্ষার জন্য SGS এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার দেওয়া হয়েছে।
  • প্রসেসর: প্রিমিয়াম Motorola Edge 50 Pro 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং Hello UI সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Motorola Edge 50 Pro 5G ফোনে শক্তিশালী 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে AI ফিচারও রয়েছে। আমাদের করা টেস্টিঙে ফোনটি 827231 AnTuTu Score পেয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ f/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP মেগাপিক্সেল প্রাইমারি প্রাইমারি সেন্সর, 13MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স এবং 10MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 125W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 50 ওয়াট টার্বো পাওয়ার ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আমাদের করা টেস্টিঙের সময়ে 30 মিনিট পর্যন্ত BGMI গেম খেলার পর ব্যাটারি মাত্র 9 শতাংশ ড্রপ হয়েছিল।

Motorola Edge 50 Pro ফোনটি কি কেনা উচিৎ?

কোম্পানির পক্ষ থেকে দাম কমানোর পর Motorola Edge 50 Pro ফোনটি 27,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি এই বাজেট রেঞ্জে সবচেয়ে দারুণ দেখতে স্মার্টফোন বলে শোনা যায়। অন্যদিকে ফোনটির ক্যামেরা সত্যি অসাধারণ। প্রসেসিঙের ক্ষেত্রে ফোনটি খুব বেশি ফাস্ট নয়, তবে অ্যাভারেজ পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনে 15 5G Bands সাপোর্ট, বড়ো ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার এটিকে আরও ভালো করে তোলে। সবমিলিয়ে 30 হাজার টাকা কম দামে ফোনটি একটি ভালো অপশন হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here