2999 টাকা দামে লঞ্চ হল সস্তা 4G ফিচার ফোন Itel Magic X Pro 4G, Dual 4G VoLTE এর সঙ্গেই পাওয়া যাবে Hotspot Tethering এর সুবিধা

সস্তা ফিচার ফোন বানানোর জন্য জনপ্রিয় কোম্পানি Itel ভারতীয় বাজারে তাদের নতুন 4G feature phone পেশ করেছে। Itel Magic X Pro 4G নামের এই Keypad Mobile এ 4G VoLTE কানেক্টিভিটি পাওয়া যাবে। কোম্পানি এই ফোনে dual 4G VoLTE এবং Wi-Fi এর পাশাপাশি hotspot connectivity এর মতো প্রয়োজনীয় ফিচার যোগ করেছে। ভারতের বাজারে এই ফোনটির দাম রাখা হয়েছে 2,999 টাকা। এই ফোনটি এর দামের দৌলতে সরাসরি JioPhone কে টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 8 হাজার টাকা বাজেটের Samsung Galaxy M04 স্মার্টফোন, পাওয়া যাবে 5000mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতা

4G Feature Phone

বর্তমান সময়ে দাঁড়িয়ে স্মার্টফোন বাজারের পরিধি অনেকটাই বিস্তৃত। তবে এখনও বহু মানুষ আছেন যারা ফিচার ফোন অর্থাৎ কীপ্যাড ফোন ব্যাবহার করতে পছন্দ করেন। মার্কেটে JioPhone এর চরম অভাবের মধ্যে দাঁড়িয়ে Itel Magic X Pro ফোনটি তাদের জন্য একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। এই ফোনে dual 4G VoLTE সাপোর্ট করে এবং এতে এইচডি ভয়েস কল করা যায়। এছাড়া Hotspot Tethering ফিচারের মাধ্যমে এই ফোনটি ওয়াইফাই রাউটার হিসাবেও ব্যাবহার করা যাবে এবং এর ডেটা ব্যাবহার করে অন্য ফোনে ইন্টারনেট উপভোগ করা যাবে। সবচেয়ে বড় কথা এই ফোনে এক সঙ্গে চারটি ফোন কানেক্ট করা যায়।

Itel Magic X Pro 4G এর ফিচার

Itel Magic X Pro ফোনটিতে 240 × 320 পিক্সেল রেজলিউশন যুক্ত 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর পিক্সেল ডেনসিটি 167পিপিআই ফোনটির ডায়মেনশন 129*54*15.5 এমএম। ফোনটির স্ক্রিনের নিচে টি9 কীপ্যাড রয়েছে এবং এই কীপ্যাডে ইংরেজি এবং হিন্দি কীওয়ার্ড লেখা রয়েছে। এই কীপ্যাডে ওয়াইফাই এর জন্য শর্টকাট বাটন দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে শর্টকাট বাটনের মাধ্যমে টর্চ লাইট, text-to-speech ভয়েস ইনপুট এবং ভাইব্রেশন অ্যাক্টিভেট করা যায়। আরও পড়ুন: লঞ্চ হল সস্তা 5G ভিভো স্মার্টফোন, 8GB RAM এর সঙ্গে বাজারে এল Vivo Y35 5G

এই ফোনের ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য ফ্ল্যাশ লাইটের সঙ্গে একটি VGA ক্যামেরা দেওয়া হয়েছে। এই 4G ফোনটি 12টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই কীপ্যাড ফোনে 2,500mAh ব্যাটারি রয়েছে। এছাড়া এতে ভয়েস অ্যাসিসট্যান্ট এবং লেটস চ্যাট এর মতো দারুণ ফিচার আছে।

Itel Magic X Pro 4G এর কালার ও ওয়ারেন্টি

Itel Magic X Pro 4G ফোনটি মাত্র 2,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে কোম্পানি 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এই নতুন 4G ফোনটি black এবং blue কালার অপশনে পেশ করা হয়েছে। আরও পড়ুন: নতুন বছরে Jio এর বড় ধামাকা! শীঘ্রই ভারতে লঞ্চ হবে লো বাজেট JioPhone 5G স্মার্টফোন 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here