লঞ্চ হল সস্তা 5G ভিভো স্মার্টফোন, 8GB RAM এর সঙ্গে বাজারে এল Vivo Y35 5G

চিনের টেক কোম্পানি ভিভো  গত 9 ডিসেম্বর তাদের প্রোডাক্টের পরিধি আরও বাড়ানোর জন্য একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি লো বাজেট 5G সেগমেন্টে Vivo Y35 5G ফোনটি লঞ্চ করেছে। আপাতত এই ফোনটি চিনের মার্কেটে পেশ করা হলেও আগামী দিনে ফোনটি ভারত সহ বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। Vivo Y35 5G ফোনটিতে 8GB RAM, MediaTek Dimensity 700 চিপসেট এবং 5,000mAh Battery এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই ফোনের সমস্ত বিশেষত্ব সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: নতুন বছরে Jio এর বড় ধামাকা! শীঘ্রই ভারতে লঞ্চ হবে লো বাজেট JioPhone 5G স্মার্টফোন 

Vivo Y35 5G এর দাম

Vivo Y35 5G ফোনটি চিনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টগুলিতে 4GB RAM + 128GB Storage, 6GB RAM + 128GB Storage এবং 8GB RAM + 128GB Storage রয়েছে। এই মডেল গুলির দাম যথাক্রমে 1199 ইউয়ান, 1399 ইউয়ান এবং 1499 ইউয়ান রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 14,000 টাকা, 16,500 টাকা এবং 17,500 টাকার কাছাকাছি। এই ফোনটি Black, Gold এবং Blue কালার অপশনে সেল করা হবে।

Vivo Y35 5G এর স্পেসিফিকেশন

Vivo Y35 5G ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 60 হার্টস রিফ্রেশরেট এবং 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এছাড়াও এই স্ক্রিন 269 পিপিআই, 1500:1 কন্ট্রাস্ট রেশিও 70% NTSC কালার গামুটের মতো ফিচার রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল iQOO 11 এবং iQOO 11 Pro স্মার্টফোন, আকর্ষণীয় লুকের সঙ্গে রয়েছে দুর্দান্ত ফিচার

এই ফোনে লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে অরিজিন ওএস যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Vivo Y35 5G তে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে রয়েছে মালী জি57 জিপিইউ। ের পাশাপাশি এতে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 storage দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo Y35 5G তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: 150MP ক্যামেরা, 120W চার্জিং এবং 12GB RAM এর শক্তিসহ লঞ্চ হল Xiaomi 13 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Vivo Y35 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G LTE নেটওয়ার্কেও কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের ডায়মেনশন 164.05 × 75.60 × 8.15 এমএম এবং ওজন 186 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here