ভারতে লঞ্চ হল 8 হাজার টাকা বাজেটের Samsung Galaxy M04 স্মার্টফোন, পাওয়া যাবে 5000mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতা

গত 9 ডিসেম্বর Samsung ভারতে তাদের সস্তা Android ফোন Galaxy M04 লঞ্চ করেছে। ভারতীয় বাজারে এই ফোনটির দাম রাখা হয়েছে 8,499 টাকা এবং এই ফোনটি MediaTek Helio P35 চিপসেটে রান করে। এতে 13MP প্রাইমারি ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে আরও বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে জার মধ্যে RAM Plus অন্যতম। Samsung Galaxy M04 স্মার্টফোনের দাম এবং ফিচার, স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: লঞ্চ হল সস্তা 5G ভিভো স্মার্টফোন, 8GB RAM এর সঙ্গে বাজারে এল Vivo Y35 5G

Samsung Galaxy M04 এর দাম এবং অফার

Samsung Galaxy M04 ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 8,499 টাকা এবং এতে 4GB RAM এর সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 4GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 9,499 টাকা। আগামী 16 ডিসেম্বর থেকে এই ফোনটি Sea Glass Green এবং Shadow Blue কালার অপশনে সেল করা হবে।

Samsung Galaxy M04 এর স্পেসিফিকেশন

নতুন Samsung Galaxy M04 ফোনটিতে 6.5 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিনের ওপরের দিকে মাঝখানে ‘ভি’ শেপের নচ দেওয়া হয়েছে, কোম্পানি এর নাম রেখেছে ‘ইনফিনিটি ভি’। কম দামের হলেও এই ফোনের ডিসপ্লের তিন দিকে অত্যন্ত পাতলা বেজল রয়েছে এবং এর নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। এই ফোনের ডায়মেনশন 164.2 x 75.9 x 9.1 এমএম এবং ওজন 188 গ্রাম। আরও পড়ুন: নতুন বছরে Jio এর বড় ধামাকা! শীঘ্রই ভারতে লঞ্চ হবে লো বাজেট JioPhone 5G স্মার্টফোন 

Samsung Galaxy M04 ফোনটিতে Android 12 অপারেটিং বেসড ওয়ানইউআই কোর 4.1 যোগ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসর যুক্ত মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। এই ফোনে RAM Plus টেকনোলজির মাধ্যমে 4GB Physical RAM এবং 4GB Virtual RAM এক সঙ্গে উপভোগ করা যায়। অর্থাৎ হেভি পারফরমেন্সের সময় এতে মোট 8GB পর্যন্ত RAM পাওয়া যায়। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির মেমরি 1TB পর্যন্ত বাড়ানোর সুবিধা আছে।

ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল iQOO 11 এবং iQOO 11 Pro স্মার্টফোন, আকর্ষণীয় লুকের সঙ্গে রয়েছে দুর্দান্ত ফিচার

Samsung Galaxy M04 ফোনটি একটি 4G ডুয়েল সিম স্মার্টফোন যা 3.5 এমএম হেডফোন জ্যাক এবং সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার রয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here