সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) দেশের সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে ভয়েস অনলি প্ল্যান লঞ্চ করার নির্দেশ দিয়েছিল। এইসব প্ল্যানে ডেটা বেনিফিট পাওয়া যাবে না, তবে ভয়েস কল ও SMS উপভোগ করা যাবে। এই নির্দেশ পালন করে জিও কিছু দিন আগে ভয়েস অনলি প্ল্যান পেশ করেছে। অথচ একই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে 189 টাকা, 479 টাকা এবং 1899 টাকা দামের ভ্যালু প্ল্যানগুলি বন্ধ করে দিয়েছে। এর ফলে কোম্পানির ইউজাররা যথেষ্ট নিরাশ হয়েছেন। ইউজারদের খুশি করার জন্য আবার কোম্পানির পক্ষ থেকে এর মধ্যে একটি প্ল্যান কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে।
রিলায়েন্স জিও তাদের ভ্যালু প্যাক ক্যাটাগরির অধীনে Affordable Packs নামের সাব ক্যাটাগরিতে আবারও লিস্টেড করা হয়েছে। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা লিমিটেড ডেটা, আনলিমিটেড কলিং এবং SMS বেনিফিট পাওয়া যাবে। নিচে এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Jio এর 189 টাকা দামের প্ল্যানের বেনিফিট
Jio এর 189 টাকা দামের প্রিপেইড প্ল্যানে বেশ কিছু দারুণ বেনিফিট পাওয়া যায়। এই প্ল্যানের বেনিফিট 28 দিন। এই প্ল্যানে মোট 2GB হাই স্পীড ডেটা পাওয়া যায়। যেসব গ্রাহকরা সোশ্যাল মিডিয়া কম ব্যাবহার করেন বা কম অনলাইন ভিডিও দেখেন এই প্ল্যানটি মূলত সেইসব গ্রাহকদের জন্য বেস্ট অপশন।
এর সঙ্গে এই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এছাড়াও এতে মোট 300 SMS পাওয়া যায়। এই প্ল্যানের সঙ্গে ইউজারদের JioTV, JioCinema এবং JioCloud এর সাবস্ক্রিপশন দেওয়া হয়।
Jio কমিয়েছে এই দুটি প্ল্যানের দাম
কিছু দিন জিও তাদের 1958 টাকা দামের প্ল্যান পেশ করেছিল, এতে এক বছর (365 দিন) পর্যন্ত আনলিমিটেড ভয়েস কল এবং 3600 SMS দেওয়া হয়। ট্রাইয়ের আদেশের পর এই প্ল্যানটির দাম কমিয়ে 1748 টাকা করে দেওয়া হয়েছে। তবে প্ল্যানের বেনিফিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি।
জিওর পক্ষ থেকে তাদের 458 টাকা দামের নতুন প্ল্যানের দামও কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানির সাইটে প্ল্যানটির দাম কমিয়ে 448 টাকা করে দেওয়া হয়েছে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি 1000 এসএমএস পাওয়া যায়।