8500 টাকা কম দামে পাওয়া যাচ্ছে 5000mah ব্যাটারি এবং 4টি ক্যামেরা সহ POCO X4 Pro 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

5000mah ব্যাটারি এবং 4টি ক্যামেরা সহ POCO X4 Pro 5G দন্তি ফ্লিপকার্ট থেকে 8500 টাকা সস্তায় কেনা যাচ্ছে। পোকোর এই ফোনটিতে কোয়ালকমের 5G প্রসেসর রয়েছে। এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনে AMOLED ডিসপ্লে দিয়েছে। 5000mAh ব্যাটারির পাশাপাশি এতে 67W Sonic চার্জিং ফিচার রয়েছে যার সাহায্যে এই ফোনটি মাত্র 41 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। এই পোস্টে POCO X4 Pro 5G ফোনটির অফার এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: OTT তে রিলিজ হল Phone Bhoot, জেনে নিন কোথায় দেখা যাবে  

POCO X4 Pro 5G এর অফার

POCO X4 Pro 5G ফোনটি ফ্লিপকার্টে 22,999 টাকা প্রাথমিক দামে লিস্টেড করা আছে। বর্তমানে এর ওপর 30 শতাংশ (প্রায় 7000 টাকা) ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই অফারে ফোনটি মাত্র 14,499 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসাবে Kotak Bank এবং SBI এর ক্রেডিট কার্ডে EMI ট্রানজংকশন করলে 750 টাকা করে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

এছাড়া SBI এর ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ফুল পেমেন্ট করলে 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ সমস্ত ডিসকাউন্ট হিসাব করলে এই স্মার্টফোনটি মাত্র 14,499 টাকা প্রাথমিক দামে কেনা যাবে। এই অফার ফোনটির সবকটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করে ফোনটি কিনলে আরও কম দামের বিনিময়ে এই ফোনটি কেনা যাবে। আরও পড়ুন: এখান থেকে কিনুন সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন, পাবেন সব ব্র্যান্ডের লো বাজেট আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন 

POCO X4 Pro 5G এর স্পেসিফিকেশন

  • 6.67-inch FHD+ AMOLED 120Hz ডিসপ্লে
  • Qualcomm Snapdragon 695 প্রসেসর
  • 8GB পর্যন্ত RAM, 128GB পর্যন্ত স্টোরেজ
  • 5,000mAh ব্যাটারি, 67W ফাস্ট চার্জিং
  • 64MP + 8MP + 2MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 16MP সেলফি ক্যামেরা
  • Android 11-বেসড MIUI 13

POCO X4 Pro 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

Poco X4 Pro 5G স্মার্টফোনে 6.67-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন 1080 x 2400 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। এই ফোনের ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 5 সুরক্ষা সহ পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনে AMOLED প্যানেল ব্যাবহার করা হয়েছে। এই ফোনটি Qualcomm এর Snapdragon 695 SoC তে রান করে এবং এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM দেওয়া হয়েছে। Poco X4 Pro 5G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। আরও পড়ুন: TVF Pitchers Season 2: 7 বছর পর ফিরে আসছে এই ওয়েব সিরিজ, জেনে নিন রিলিজ ডেট

Poco X4 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর সঙ্গে একটি 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরার জন্য এতে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। Poco X4 Pro 5G স্মার্টফোনটি Android 11 বেসড MIUI 13-এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। পাশাপাশি ফোনটিতে IR ব্লাস্টারও পাওয়া যায়। এই ফোনে 5G এর সাতটি ব্যান্ড দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here