কমে গেল 50MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারিযুক্ত Tecno Pova 3 ফোনের দাম, জেনে নিন নতুন দাম

ফোন নির্মাণকারী কোম্পানি Tecno এই বছর জুন মাসে বেশ কিছু সুন্দর ফিচারের সঙ্গে Tecno Pova 3 ফোনটি লঞ্চ করেছিল। এবার ফোনটি লঞ্চের মাত্র 6 মাসের মাথায় কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম 2,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। টেকনো অফিসিয়ালি টুইটারের মাধ্যমে এই দাম কমানোর কথা ঘোষণা করেছে। নিচে এই ফোনটির নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল BMW এর প্রথম ইলেকট্রিক স্কুটারের ঝলক, ভারতে রাজত্ব করবে এই ই-স্কুটার  

Tecno Pova 3 এর নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে Tecno Pova 3 এর 4GB RAM ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। আগে এই ডিভাইসটির দাম ছিল 11,999 টাকা। বর্তমানে ফোনটির দাম 2,000 টাকা কমানো হয়েছে। ফলে গ্রাহকরা বর্তমানে মাত্র 9,999 টাকার বিনিময়ে এই ফোনটি কিনতে পারবেন।

শপিং সাইট Amazon এ Tecno Pova 3 ফোনটি নতুন দামের সঙ্গে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনটি নতুন দামে ইকো ব্ল্যাক, ইলেকট্রিক ব্লু এবং টেক সিল্ভার কালারে সেল করা শুরু হয়ে গেছে। আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন S16 সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত

Tecno Pova 3 এর ফিচার এবং স্পেসিফিকেশন

  • Tecno Pova 3 ফোনটিতে 6.9-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, এর রেজলিউশন 1080 x 2460 পিক্সেল এবং রিফ্রেশরেট 90Hz।
  • এই ফোনটি MediaTek Helio G88 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে ARM Mali-G52 2EEMC2 GPU যোগ করা হয়েছে।
  • এই ফোনে 6GB LPDDR4x RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 256GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে 5GB Virtual RAM ফিচার রয়েছে। ফলে ফোনটিতে মোট 11GB RAM (6GB+5GB) এর পারফরমেন্স পাওয়া যায়।
  • Tecno Pova 3 তে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সরের সঙ্গে একটি AI লেন্স রয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
  • Tecno Pova 3 ফোনটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • এই ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে Dual SIM, 3.5mm অডিও জ্যাক, FM Radio এবং Stereo স্পিকার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here