50MP Camera এবং 7GB RAM-এর সঙ্গে লঞ্চ হল নতুন 5G Phone, দাম মাত্র 15 হাজার টাকারও কম

Infinix আজ টেক মার্কেটে তাদের নতুন স্মার্টফোন Infinix Hot 20 5G লঞ্চ করেছে। কোম্পানির ‘হট’ সিরিজের এই নতুন 5G ফোনে 50MP camera, 120Hz display, 4GB RAM এবং MediaTek Dimensity 810 প্রসেসরের সঙ্গে 18W fast charging সহ 5,000mAh battery যোগ করা হয়েছে। এই পোস্টে Infinix Hot 20 5G ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: Amazon Great Indian Festival Finale Days sale: দেখে নিন লো বাজেট 5G ফোনের সেরা ডিলগুলির তালিকা

Infinix Hot 20 5G এর স্পেসিফিকেশন

নতুন Infinix Hot 20 5G ফোনে 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে। এই ফোনটির স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট ও 240 হার্টস টাচ সাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনে ওয়াটারড্রপ নচ রয়েছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চিন পার্ট আছে।

Infinix Hot 20 5G ফোনটি এক্সওএস 10.6 বেসড Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসর যুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 810 চিপসেটে রান করে এবং হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিইউ যোগ করা হয়েছে। এই ফোনে 4GB RAM এর 3GB Extended RAM ফিচার আছে। এছাড়াও এতে ফেস চেঞ্জিং কুলি সিস্টেম টেকনোলজি দেওয়া হয়েছে। আরও পড়ুন: একসাথে 5টি স্মার্টফোনের দাম কমালো OPPO! দেখে নিন কোন কোন মোবাইল ফোন হলো সস্তা

ফটোগ্রাফির জন্য Infinix Hot 20 5G তে 50MP Samsung JN1 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর যুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 20 5G তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Infinix Hot 20 5G এর দাম

আন্তর্জাতিক বাজারে Infinix Hot 20 5G ফোনটি 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে €180, ভারতীয় টাকার দরে যা প্রায় 14,500 টাকার কাছাকাছি। এই ফোনটি Racing Black, Space Blue ও Blaster Green কালার ভেরিয়েন্টে সেল করা হবে। আপাতত ভারতে Infinix Hot 20 5G ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানি ভারতের মার্কেটেও এই ফোনটি পেশ করবে। আরও পড়ুন: Gmail, Outlook এবং Yahoo তে কোনো সমস্যা ছাড়া ইমেল আইডি বানান, এই হলো সহজ পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here