লঞ্চ হল লো বাজেট Nokia C32 এবং Nokia C22 স্মার্টফোন, সিঙ্গেল চার্জে পাবেন 3 দিন পর্যন্ত ব্যাকআপ

Highlights

  • Nokia C32 এবং Nokia C22 আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে।
  • এই দুটি ফোনই লো বাজেট স্মার্টফোন যা Android 13 (Go Edition) এ পেশ করা হয়েছে।
  • Nokia C22 এবং C32 ফোনটি সিঙ্গেল চার্জে 3 দিনের ব্যাকআপ দিতে পারে।

MWC 2023-এর প্ল্যাটফর্ম থেকে Nokia ব্র্যান্ডের মালিকানাধীন HMD Global আন্তর্জাতিক মার্কেটে তিনটি নতুন মোবাইল ফোন পেশ করেছে। এই তিনটি ফোন Nokia C22, Nokia C32 এবং Nokia G22 নামে লঞ্চ করা হয়েছে। তিনটি ফোনই লো বাজেট স্মার্টফোন, তাই এগুলো অনেক কম দামে সেলের জন্য পাওয়া যাবে। এই পোস্টে আপনাদের ‘C’ সিরিজের অধীনে যুক্ত হওয়া Nokia C22 এবং C32-এর ডিটেইলস দেওয়া হল। আরও পড়ুন: শীঘ্রই শেষ হবে অপেক্ষা, এই দিন ওটিটিতে লঞ্চ হবে থলপতির হিট ফিল্ম

Nokia C22 এবং Nokia C32 স্মার্টফোনের দাম

Nokia C22 এর বেস ভেরিয়েন্টে 2GB RAM + 64GB স্টোরেজ সহ লঞ্চ হয়েছে এবং বড় ভেরিয়েন্টটি 3GB RAM + 64GB স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনের দাম EUR 109 থেকে শুরু হয় যা ভারতীয় মূল্যে প্রায় 9,500 টাকা। এই ফোনটি Midnight Black এবং Sand কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Nokia C32 স্মার্টফোনের বেস ভেরিয়েন্টে 3GB RAM + 64GB স্টোরেজ এবং বড় ভেরিয়েন্টে 4GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। এই ফোনের দাম EUR 129 থেকে শুরু হয় যা প্রায় 11,300 টাকা। এই ফোনটি Charcoal, Autumn Green এবং Beach Pink কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আরও পড়ুন: Realme মোবাইলে থাকবে iPhone 14 Pro এর মতো ডিসপ্লে! টুইট করে ডিলিট করলেন মাধব শেঠ

Nokia C22 এবং Nokia C32 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ ডিসপ্লে
  • Unisoc SC9863A SoC
  • 10W 5,000mAh ব্যাটারি
  • 8MP সেলফি সেন্সর
  • 50MP রেয়ার ক্যামেরা (Nokia C32)
  • 13MP রিয়ার ক্যামেরা (Nokia C22)

Nokia C22 এবং C32 20:9 অ্যাসপেক্ট রেশিওতে লঞ্চ করা হয়েছে এবং এই দুটি স্মার্টফোনই কর্নিং গরিলা গ্লাস দ্বারা প্রোটেকটেড। এই দুটি ফোন 1600×720 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। ওয়াটার এবং ডাস্টপ্রুফ করে তুলতে এই Nokia মোবাইল ফোনগুলোতে IP52 রেটিং দেওয়া হয়েছে।

এই Nokia ফোনগুলি Android 13 ‘Go’ ভার্সনে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে গুগল গো অ্যাপগুলি ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে যা কম RAM এবং স্টোরেজেও স্মুথলি প্রসেস করতে পারে। এই অ্যাপগুলি ব্যাটারি এবং ইন্টারনেট উভয় ডেটারই খরচ কমায়৷ প্রসেসিং এর জন্য, Nokia C22 এবং C32 স্মার্টফোনে Unisoc SC9863A প্রসেসর দেওয়া হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Tecno Spark 10C, 4GB RAM সহ ওয়েবসাইটে তালিকাভুক্ত

ফটোগ্রাফির জন্য এই দুটি ফোনেই ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। যদিও C22 স্মার্টফোনে 13-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে এবং Nokia C32 একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সাপোর্ট করে। এই দুটি ফোনের ব্যাক প্যানেলে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। Nokia C22 এবং C32 উভয় মোবাইলই সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Nokia C22 এবংNokia C32 উভয় ফোনই ডুয়াল সিম ফোন এবং দুটি ফোনই 4G সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 10W চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। Nokia C22 স্মার্টফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং C32 স্মার্টফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও এই দুটি ফোনে 3.5mm জ্যাক এবং FM রেডিওর মতো ফিচারগুলিও রয়েছে। আরও পড়ুন: Jio এর এইসব দুর্দান্ত 4G ডেটা ভাউচারগুলির সাথে পাবেন অ্যাড-অন ডেটার সুবিধা, দেখে নিন তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here