Realme মোবাইলে থাকবে iPhone 14 Pro এর মতো ডিসপ্লে! টুইট করে ডিলিট করলেন মাধব শেঠ

Highlights

  • Realme C-সিরিজ স্মার্টফোনে iPhone Dynamic Island ডিসপ্লে দেওয়া যেতে পারে।
  • কোম্পানির তরফে এর নাম Realme Mini Capsule রাখা হতে পারে।
  • Realme VP মাধব শেঠ তার অফিসিয়াল টুইটে এই তথ্যটি দিয়েছিলেন।
  • কিন্তু মজার ব্যাপার হল মাধব শেঠ তার টুইটটি ডিলিট করে দিয়েছেন।

iPhone 14 সিরিজে Apple তাদের মোবাইলের স্ক্রিন স্টাইল পরিবর্তন করে Dynamic Island ডিসপ্লে পেশ করেছে। নচ এবং পাঞ্চ-হোলের এই সংমিশ্রণটি ইউজাররা ভীষণ পছন্দ করেছেন। এবার একই ধরনের ডিসপ্লে ডিজাইন Realme C-সিরিজ স্মার্টফোনেও দেখা যাবে। কোম্পানির VP মাধব শেঠ টুইটের মাধ্যমে এটি ঘোষণা করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘Realme Mini Capsule ‘। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Tecno Spark 10C, 4GB RAM সহ ওয়েবসাইটে তালিকাভুক্ত

Realme কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে গতকাল ঘোষণা করেছিলেন যে কোম্পানির ‘C’ সিরিজের স্মার্টফোনে Realme Mini Capsule ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন স্টাইলটি অনেকাংশে iPhone 14 Pro এবং Pro Max এর মতো। Realme ফ্যানরা এটি দেখে কৌতূহলী হয়ে পড়েছিল, কিন্তু মাধব শেঠ কয়েক ঘন্টা পরেই এই টুইটটি ডিলিট করে ফেলেন।

Realme C-সিরিজ স্মার্টফোনে এই মিনি ক্যাপসুল আসতে পারে ব্র্যান্ডের ফলোয়াররা যতটা খুশি হয়েছিলেন, মাধব শেঠ টুইটটি ডিলিট করে ফেলার পরে ইউজাররা ততটাই ক্ষুব্ধ হয়েছেন।ইউজাররা আশা করেছিলেন যে এই নতুন ডিসপ্লে স্টাইলটি আসন্ন Realme C55 স্মার্টফোনে দেখা যাবে, কিন্তু এখন সন্দেহ দেখা দিতে শুরু করেছে। দামী iPhone-এর মতো ডিসপ্লে লো বাজেট Realme ফোনে থাকবে কিনা সেটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আরও পড়ুন: Jio এর এইসব দুর্দান্ত 4G ডেটা ভাউচারগুলির সাথে পাবেন অ্যাড-অন ডেটার সুবিধা, দেখে নিন তালিকা

Realme C55

এখনও পর্যন্ত এই স্মার্টফোনটির সম্পর্কে অনেকগুলি লিক রিপোর্ট সামনে এসেছে। সম্প্রতি প্রকাশিত লিক রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। এর মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM + 128GB স্টোরেজ এবং 8 GBRAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, Realme C55 স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে Rainforest (Green), Rainy Night (Black) এবং Sunshower (Orange) কালার অপশনে সেল করা হবে।

এই স্মার্টফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS সহ অনেক জায়গায় তালিকাভুক্ত করা হয়েছে। এই মোবাইল ফোনটি একটি 5,000 mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করবে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে 50-মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। যদিও ফোনটির নিশ্চিত স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস এর জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: লঞ্চ হল বাহুবলী ফোন, পাথরের উপর ছুড়লে কিংবা জলে ডোবালেও কোন ক্ষতি হবে না! জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here