50MP ক্যামেরা এবং 12GB RAM সহ চীনে লঞ্চ হল OPPO A1 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

  • OPPO A1 স্মার্টফোনে 5G এবং 4G উভয় সিম চালানো যাবে।
  • এই ফোনটি 67W SuperVOOC টেকনোলজি সাপোর্ট করে।
  • এই Oppo মোবাইলটি Qualcomm Snapdragon 695 এ রান করে।

টেক ব্র্যান্ড OPPO তাদের হোম মার্কেট চীনে একটি নতুন ‘A’ সিরিজের স্মার্টফোন OPPO A1 5G লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটি 50MP ডুয়াল ক্যামেরা, Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারির মত স্পেসিফিকেশন সাপোর্ট করে যা গত বছর লঞ্চ হওয়া OPPO A1 Pro স্মার্টফোনের একটি ডাউন ভার্সন। এই পোস্টে আপনাদের Oppo A1 এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Vivo T1 vs Vivo T2 : জেনে নিন ক্যামেরা থেকে স্পেসিফিকেশন, কোন ফোনটি সেরা অপশন

OPPO A1 5G ফোনের দাম

  • 12GB RAM + 256GB স্টোরেজ = প্রায় 23,000 টাকা

OPPO A1 5G ফোনটি শুধুমাত্র সিঙ্গেল মেমোরি ভেরিয়েন্টে চীনে লঞ্চ করা হয়েছে। 12GB RAM মেমরি + 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট সহ এই 5G ফোনটির দাম RMB 1999, যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 23,900 টাকার কাছাকাছি।

Oppo A1 5G স্মার্টফোনে স্পেসিফিকেশন

ডিসপ্লে

  • 6.72″ FHD+ LCD ডিসপ্লে 120Hz রিফ্রেশরেট

OPPO A1 5G ফোনটি 2412 X 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি বড় 6.72-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যালিং-এ কাজ করে। এই ফোনের ডিসপ্লেতে 680নিটস ব্রাইটনেস রয়েছে। আরও পড়ুন: জেনে নিন OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনের কিছু ভালো ফিচার এবং খামতি, 4টি পয়েন্টে বুঝে যাবেন ফোনটি কেমন

প্রসেসর

  • Android 13
  • ColorOS 13
  • Qualcomm Snapdragon 695

Oppo A1 5G ফোনটি Android 13-এ লঞ্চ করা হয়েছে যা ColorOS 13-এর সাথে কাজ করে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 695 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে 619 GPU সাপোর্ট রয়েছে এবংএই ফোনটি 1 TB পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করে।

ক্যামেরা

  • 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 8MP সেলফি ক্যামেরা

Oppo A1 5G স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে।এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর দেওয়া হয়েছে যা F/2.0 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেল মনো পোর্ট্রেট লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। আরও পড়ুন: 18 এপ্রিল লঞ্চ হবে Xiaomi 13 Ultra স্মার্টফোন, এতে থাকতে পারে 12GB RAM এবং কোয়াড ক্যামেরা সেটআপ

ব্যাটারি

  • 67W SuperVOOC
  • 5,000mAh ব্যাটারি

OPPO A1 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি বড় 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

কানেক্টিভিটি

  • NFC
  • Wi-Fi 6
  • Bluetooth 5.2

OPPO A1 5G ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে যেখানে 5G এবং 4G উভয়ই চালানো যায়। এছাড়াও এই ফোনে WiFi 6, Bluetooth 5.2, NFC, GPS এবং USB Type-C পোর্ট পাওয়া যায়। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আরও পড়ুন: ভারতের বাজারে এসে গেল Realme Narzo N55 স্মার্টফোন, রয়েছে 64MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here