18 এপ্রিল লঞ্চ হবে Xiaomi 13 Ultra স্মার্টফোন, এতে থাকতে পারে 12GB RAM এবং কোয়াড ক্যামেরা সেটআপ

Highlights

  • গ্লোবালি এবং চিনে আগামী 18 এপ্রিল Xiaomi 13 Ultra লঞ্চ হবে।
  • ফোনের ব্যাক প্যানেলে Leica ব্র্যান্ডের সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে।
  • এতে 12GB RAM থাকবে বলে মনে করা হচ্ছে।

Xiaomi আগামী 18 এপ্রিল একটি গ্লোবাল লঞ্চ ইভেন্ট আয়োজন করা হয়েছে। এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি তাদের বহু প্রতীক্ষিত Xiaomi 13 Ultra ফোনটি লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ঘোষণা করা হয়েছে। জানিয়ে রাখি এইদিন গ্লোবাল মার্কেটের পাশাপাশি চিনেও এই ফোনটি পেশ করা হবে। শাওমি এই ফোনের সঙ্গে সঙ্গে Xiaomi Pad 6 ডিভাইসও বাজারে আনবে বলে আশা করা হচ্ছে। তবে ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আরও পড়ুন: ভারতের বাজারে এসে গেল Realme Narzo N55 স্মার্টফোন, রয়েছে 64MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি

Xiaomi 13 Ultra এর স্পেসিফিকেশন, ডিজাইন থেকে শুরু করে ইতিমধ্যে ফোনটির দামও বিভিন্ন প্ল্যাটফর্মে লিক হয়ে গেছে। কিছু লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি এখনও পর্যন্ত Xiaomi এর সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস হতে চলেছে। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Xiaomi 13 Ultra এর ডিজাইন

  • ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল
  • পাঞ্চ হোল সেলফি ক্যামেরা এবং কার্ভড এজ

কোম্পানির শেয়ার করা ইভেন্টের টিজারে ফোনটির ক্যামেরা মডিউলের ঝলক দেখা গেছে। এর থেকে জানা গেছে ফোনটির ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা সেন্সরযুক্ত কিছুটা বড় গোলাকার ক্যামেরা মডিউল থাকবে। এছাড়া এখনও পর্যন্ত লিক হওয়া রেন্ডার থেকে জানা গেছে এতে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা এবং কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হবে। ফোনটি হোয়াইট সেরামিক এবং ব্ল্যাক লেদার ফিনিশসহ দুটি কালার অপশনে সেল করা হতে পারে। আরও পড়ুন: জেনে নিন কাউকে না জানিয়ে লোকেশন ট্র্যাক করার সহজ ট্রিকস

Xiaomi 13 Ultra এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.7-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট
  • 512GB অনবোর্ড স্টোরেজ

বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী Xiaomi 13 Ultra তে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে রান করতে পারে। এই ফোনে 16GB পর্যন্ত RAM এবং 512GB অনবোর্ড স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এছাড়া Xiaomi 13 Ultra ফোনটি Android 13 OS এবং MIUI 14 স্কিনে কাজ করবে।

  • 50MP Sony IMX989 সেন্সর
  • 4,900mAh ব্যাটারি

ইভেন্ট পোস্টার থেকেই জানা গেছে Xiaomi 13 Ultra তে Leica ব্র্যান্ডের ক্যামেরা সেন্সর থাকবে। এই ফোনে 50MP Sony IMX989 সেন্সরের সঙ্গে আরও তিনটি 50MP সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। কানাঘুষো চলছে এতে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এখনও পর্যন্ত পাওয়া লিক রিপোর্ট অনুযায়ী Xiaomi 13 Ultra তে 90W ওয়্যার্ট এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 4,900mAh ব্যাটারি যোগ করা হতে পারে। আরও পড়ুন: 4GB RAM এবং 128GB স্টোরেজসহ লঞ্চ হল Vivo Y16 এবং Vivo Y22 এর নতুন ভেরিয়েন্ট, জেনে নিন দাম এবং ফিচার

Xiaomi 13 Ultra এর সম্ভাব্য দাম

  • তিনটি ভেরিয়েন্ট হতে পারে লঞ্চ
  • 89,500 টাকা পর্যন্ত হতে পারে দাম

বিভিন্ন লিক এবং কানাঘুষো অনুযায়ী Xiaomi 13 Ultra ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। ফোনটির দাম CNY 2,699 (প্রায় 75,100 টাকা) থেকে শুরু করে CNY 7,499 (প্রায় 89,500 টাকা) পর্যন্ত যেতে পারে। তবে বিভিন্ন মার্কেটে ফোনটি আলাদা আলাদা দামে সেল করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here