ভারতের বাজারে এসে গেল Realme Narzo N55 স্মার্টফোন, রয়েছে 64MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি

Highlights

  • এই ফোনে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
  • এতে আইফোনের ডায়নামিক আইসল্যান্ডের মতো মিনি ক্যাপসুলযুক্ত ডিসপ্লে আছে।
  • শপিং সাইট আমাজনের মাধ্যমে রিয়েলমি নারজো এন55 ফোনটি সেল করা হবে।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর Realme ভারতে তাদের নেক্সট জেনারেশন নারজো ফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পজস থেজে এই ফোনটি Realme Narzo N55 নামে পেশ করা হয়েছে। এটি একটি 4G ডিভাইস হলেও এতে কিছু সুন্দর ফিচার রয়েছে। সবচেয়ে বড় কথা এতে আইফোনের ডায়নামিক আইসল্যান্ডের মতো মিনি ক্যাপসুল যোগ করা হয়েছে। ের মধ্যেই নোটিফিকেশন, ব্যাটারি স্ট্যাটাস এবং আরও কিছু ডিটেইলস দেখা যাবে। এই পোস্টে Realme Narzo N55 এর দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন কাউকে না জানিয়ে লোকেশন ট্র্যাক করার সহজ ট্রিকস

Realme Narzo N55 এর দাম এবং সেল

  • 4GB RAM + 64GB Storage = 9,999 টাকা
  • 6GB RAM + 128GB Storage = 11,999 টাকা

কোম্পানি তাদের লেটেস্ট রিয়েলমি নারজো এন55 ফোনটি দুটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করেছে। ফোনটি Prime Blue এবং Prime Black কালারে সেল করা হবে। আগামী 18 এপ্রিল থেকে ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়া এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে। ফোনটি কেনার সময় গ্রাহকরা SBI, HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে ফোনটির বেস মডেলে 500 টাকা এবং টপ মডেলে 1,000 টাকা ছাড় পাবেন।

এছাড়া আগামীকাল অর্থাৎ 13 এপ্রিল দুপুর 12তাঁর সময় Amazon এবং Realme ওয়েবসাইটে 1,000 টাকা ছাড়ের সঙ্গে Realme Narzo N55 ফোনটির স্পেশাল ফ্ল্যাশ আয়োজন করা হবে। আরও পড়ুন: 4GB RAM এবং 128GB স্টোরেজসহ লঞ্চ হল Vivo Y16 এবং Vivo Y22 এর নতুন ভেরিয়েন্ট, জেনে নিন দাম এবং ফিচার

Realme Narzo N55 এর স্পেসিফিকেশন

1. ডিসপ্লে

এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে Apple এর ডায়নামিক আইসল্যান্ড থেকে ইন্সপায়ার্ড মিনি ক্যাপসুল রয়েছে। এই কাটআউটের মধ্যে নোটিফিকেশন থেকে শুরু করে ব্যাটারি স্ট্যাটাস পর্যন্ত অনেক তথ্যই জানা যাবে। এর আগে কোম্পানি তাদের রিয়েলমি সি55 ফোনে এই ফিচার যোগ করেছিল।

এই ফোনে 6.72 ইঞ্চির এফএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেট, ফ্ল্যাট এজ, 91.4 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 680 নিটস ব্রাইটনেস এবং 1080X 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টে করে। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল 65 ইঞ্চি স্মার্ট টিভি, জেনে নিন ফিচার এবং দাম

2. প্রসেসর, RAM এবং স্টোরেজ

এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G88 চিপসেট, 6GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128GB eMMC 5.1 স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনটির মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।

এই ফোনটি 12GB পর্যন্ত ডায়নামিক RAM সাপোর্ট করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। আরও পড়ুন: Vivo T2 5G এবং OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের মধ্যে কোনটি সেরা? দেখে নিন বিস্তারিত তুলনা

3. ক্যামেরা

Realme Narzo N55 এ ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে f/1.79 অ্যাপার্চারযুক্ত 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP B&W লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

4. ব্যাটারি এবং অপারেটিং সিস্টেম

পাওয়ার ব্যাকআপের জন্য 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 29 মিনিটের মধ্যে 0-50 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। ফোনটিতে আউট অফ দা বক্স Android 13 এবং Realme UI 4.0 কাস্টম স্কিন পাওয়া যায়। আরও পড়ুন: Google Play সাপোর্ট ডিভাইস লিস্টে তালিকাভুক্ত Vivo Y78 5G এবং V29 Lite 5G স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হতে পারে

Redmi Note 12C এর সঙ্গে প্রতিযোগিতা

Realme Narzo N55 ফোনটি একটি 4G ফোন। এই ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি নোট 12C 4G এর সঙ্গে প্রতিদ্বন্দিতায় নামবে বলে মনে করা হচ্ছে। রেডমি নোট 12C 4G ফোনটির বেস মডেলে 4GB RAM + 64GB স্টোরেজ রয়েছে এবং ফোনটির বড় ভেরিয়েন্টে 6GB RAM + 128GB মেমরি যোগ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 8,999 টাকা এবং 10,999 টাকা রাখা হয়েছে। এছাড়া এই ফোনে 6.71-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 10W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here