15 হাজার বাজেটে 50MP ক্যামেরা এবং 14GB RAM এর শক্তি সহ পেয়ে যাবেন Realme এর এই স্মার্টফোন

দীর্ঘ প্রতীক্ষার পর লঞ্চ হয়ে গেছে Realme 10 সিরিজ। এই সিরিজের অধীনে Realme 10 4G, Realme 10 5G, Realme 10 Pro এবং Realme 10 Pro+ 5G ফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির সবথেকে লো বাজেট 5G স্মার্টফোনগুলির মধ্যে একটি হল Realme 10 5G। এই Realme মোবাইলটি 50MP ক্যামেরা, 8GB RAM এবং MediaTek Dimensity 700 চিপসেট সাপোর্ট করে। এই পোস্টে আমি আপনাদের Realme 10 5G এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: এবার থেকে কেউ ফোন করলে মোবাইল নম্বরের সাথে দেখা যাবে তাঁর নামও! দেশে কার্যকর হতে চলেছে নতুন সরকারি নিয়ম

Realme 10 5G এর স্পেসিফিকেশন

Realme 10 5G ফোনটি 20.06:9 অ্যাস্পেক্ট রেশিওতে লঞ্চ করা হয়েছে যা 6.6-ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি IPS LCD প্যানেলে তৈরি যা 90Hz রিফ্রেশরেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লে 401PPI এবং 400নিটস ব্রাইটনেসের মতো ফিচার সাপোর্ট করে।

Realme 10 5G স্মার্টফোনটি Android 12 এ লঞ্চ করা হয়েছে যা Realme UI 3.0 এর সাথে পেশ করা হয়েছে। Realme 10 5G ফোনে অক্টা-কোর প্রসেসর সহ MediaTek Dimensity 700 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি 8 GB RAM মেমরি সাপোর্ট করে যার সাথে 6 GB এক্সটেনডেট র‍্যাম ফিচার দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রয়োজন হলে এই Realme মোবাইলটি 14 GB RAM সাপোর্ট করতে পারবে। Realme 10 5G ফোনটি LPDDR4x RAM এবং UFS2.2 স্টোরেজ টেকনোলজিতে রান করে। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য বড় ধাক্কা, গোপনে এই দুটি রিচার্জ প্ল্যান বন্ধ করল মুকেশ আম্বানির কোম্পানি  

ফটোগ্রাফির জন্য Realme 10 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, যার সাথে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি AI লেন্স দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Realme 10 5G ফোনটি ডুয়াল সিম সাপোর্ট সহ আসে, যার মধ্যে 3.5mm জ্যাক সহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার উপলব্ধ রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এটি AI ফেস আনলকক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। আরও পড়ুন: 160MP রেয়ার এবং 50MP সেলফি ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে এই শক্তিশালী স্মার্টফোন

Realme 10 5G স্মার্টফোনের দাম

Realme 10 5G ফোনটি চীনের মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টটি 8 GB র‍্যাম মেমরি এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা রয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল মেমরি সহ পেশ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1299 ইউয়ান এবং 1599 ইউয়ান।

ভারতীয় মূল্যে Realme 10 5G স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,000 টাকা এবং Realme 10 5G এর 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টেের দাম 18,000 টাকা। এই ফোনটি Rijin Doujin (Gold) এবং Stone Crystal Black এই দুটি অপশনে পেশ করা হয়েছে। আরও পড়ুন: এবার Galaxy M সিরিজে লো বাজেট 5G ফোন নিয়ে হাজির হতে চলেছে Samsung!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here