HMD Global এর মালিক কোম্পানি Nokia আজ ভারতে তাদের নতুন ফোন Nokia 4.2 লঞ্চ করেছে। কোম্পানি কিছু দিন আগে টুইটারে এই স্মার্টফোনটি টিজ করে, যারপর ফোনটি অফিসিয়ালি পেশ করে দেওয়া হয়। প্রসঙ্গত Nokia হ্যান্ডসেটটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করে।
নতুন কাস্টমারদের জন্য Vodafone নিয়ে একটি অসাধারণ অফার, ফ্রিতে পাওয়া যাবে অনেক সুবিধা
দাম ও অফার
Nokia 4.2 এর একটি ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম 10,990 টাকা রাখা হয়েছে। এছাড়া কোম্পানি Nokia 4.2 এর দুটি কালার ভেরিয়েন্ট ব্ল্যাক ও স্ট্যান্ড আউট পিঙ্ক স্যান্ড পেশ করেছে। ফোনটি আজ থেকে আগামী সাত দিন এক্সক্লুসিভ শুধুমাত্র কোম্পানির সাইটে সেল করা হবে। এছাড়া আগামী 14 মে থেকে এই ডিভাইস অন্যান্য রিটেইল আউটলেটে বেচা হবে।
কোম্পানির ওয়েবসাইট থেকে 10 জুন পর্যন্ত হ্যান্ডসেট কিনলে 500 টাকা ছাড় দেওয়া হবে। এর জন্য গ্ৰাহকদের www.nokia.com/phones এ গিয়ে ফোন কেনার সময় “LAUNCHOFFER” কোড ব্যবহার করতে হবে।
এছাড়া Nokia 4.2 HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআইতে কিনলে কাস্টমারদের অতিরিক্ত 10% ক্যাশব্যাক দেওয়া হবে। এর সঙ্গে ভোডাফোন ও আইডিয়া সাবস্ক্রাইবারদের 2,500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক (50 টাকার 50টি ভাউচার) দেওয়া হবে। ভাউচারগুলি 199 টাকা বা এর থেকে বেশি দামের রিচার্জ করলে ব্যবহার করা যাবে।
স্পেসিফিকেশন ও ফিচার
Nokia 4.2 তে 5.71 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 720 × 1520 পিক্সেল। এই স্ক্রিনের আসপেক্ট রেশিও 19:9। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 প্রসেসর দেওয়া হয়েছে।
ভুল করে গিলে ফেললেন AirPod, বাইরে বেরোলো শৌচাগারে! এখনও বাজছে গান!
এই ফোনে 3 জিবি র্যাম দেওয়া হয়েছে। কোম্পানি এতে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 400 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
এই ফোনে ফোটোগ্ৰাফির জন্য 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Nokia 4.2 তে 3,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। এর সঙ্গে ফোনটি আউট অফ দা বক্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইতে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন