16GB RAM-এর ক্ষমতা এবং 5টি ক্যামেরা সেন্সরসহ বাজারে এসেছে Samsung Galaxy A23 5G স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

Highlights

  • 22,999 টাকা থেকে শুরু Samsung Galaxy A23 5G ফোনের দাম।
  • RAM Plus ফিচারের মাধ্যমে এই ফোনে 16GB RAM-এর পারফরমেন্স পাওয়া যায়।
  • এই ফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেটে রান করে।
  • ফোনটিতে 50MP কোয়াড রেয়ার ক্যামেরা এবং 5,000mAh Battery রয়েছে।

কয়েকদিন আগেই Samsung ভারতের বাজারে তাদের ‘গ্যালাক্সি এ’ সিরিজের অধীনে Samsung Galaxy A23 5G ফোনটি লঞ্চ করেছিল। এই মিড বাজেট ফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেটে রান করে এবং এতে 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে 50MP Camera এবং 5,000mAh Battery এর মতো সুন্দর ফিচার রয়েছে। নিচে Samsung Galaxy A23 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: এবার স্মার্টফোনের মার্কেটে নতুন চমক!,শীঘ্রই আসছে Coca-Cola ফোন

Samsung Galaxy A23 5G এর দাম

ভারতের বাজারে Samsung Galaxy A23 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM এবং 128GB storage দেওয়া হয়েছে এবং ফোনের বড় ভেরিয়েন্টে 8GB RAM + 128GB storage রয়েছে। এই ফোনটির 6GB RAM ভেরিয়েন্ট 22,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা। দেশের মার্কেটে এই নতুন 5G ফোনটি Silver, Light Blue এবং Orange কালারে সেল করা হবে।

Samsung Galaxy A23 5G এর স্পেসিফিকেশন

  • 6.6” HD+ 120Hz ডিসপ্লে
  • 8GB RAM + 128GB storage
  • Qualcomm Snapdragon 695
  • 50MP Quad রেয়ার ক্যামেরা
  • 25W 5000mAh Battery

Samsung Galaxy A23 5G ফোনটিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি একটি ইনফিনিটি ভি ডিসপ্লে যা PLS LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের ডায়মেনশন 165.4 x 76.9 x 8.4 এমএম এবং ওজন 197 গ্রাম। আরও পড়ুন: 7 ফেব্রুয়ারি ভারতে OnePlus 11 5G স্মার্টফোনের পাশাপাশি লঞ্চ হবে OnePlus 11R স্মার্টফোন, জেনে নিন

Samsung Galaxy A23 5G ফোনটি Android অপারেটিং সিস্টেম এবং OneUI এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ Qualcomm Snapdragon 695 চিপসেটে রান করে। এই ফোনের RAM Plus ফিচারের দৌলতে ইন্টারনাল RAM এর সঙ্গে অতিরিক্ত 8GB পর্যন্ত Virtual RAM উপভোগ করা যায়।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A23 5G ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, f/2.4 অ্যাপার্চারযুক্ত একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: PUBG New State এর জন্য নতুন আপডেট রিলিজ করেছে PUBG Mobile এবং BGMI এর ডেভেলপাররা, জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy A23 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোনটি 4G এবং 5G উভয় নেটওয়ার্কে কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব্যাকআপের জন্য 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এতে 3.5এমএম অডিও জ্যাক এবং ডলবি অ্যাটমস ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here