7 ফেব্রুয়ারি ভারতে OnePlus 11 5G স্মার্টফোনের পাশাপাশি লঞ্চ হবে OnePlus 11R স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

  • OnePlus 11R ভারতে 7 ফেব্রুয়ারি লঞ্চ হবে।
  • শপিং সাইট Amazon এ ফোনটির লঞ্চ টিজার দেখা গেছে
  • OnePlus 11 5G ফোনের পাশাপাশি এই ফোনটিও একইদিনে ভারতের মার্কেটে লঞ্চ করা হবে।

OnePlus 11 5G ফোন ভারতে 7 ফেব্রুয়ারি লঞ্চ হবে। কোম্পানির তরফে এটা আগেই জানানো হয়েছিল। তবে এখন খবর আসছে যে একই দিনে, OnePlus 11R ব্র্যান্ডের আরেকটি মিড-বাজেট ফ্ল্যাগশিপ ফোনও ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। ই-কমার্স সাইট Amazon ইন্ডিয়ার তরফে 11R স্মার্টফোনের লঞ্চের তারিখ সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আপনাদের এই মোবাইল ফোনের লঞ্চ ডিটেইলস এবং দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: PUBG New State এর জন্য নতুন আপডেট রিলিজ করেছে PUBG Mobile এবং BGMI এর ডেভেলপাররা, জেনে নিন ডিটেইলস

7 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে OnePlus 11R

OnePlus 11R 5Gফোন লঞ্চের তারিখ Amazon India ইন্ডিয়া পুশ নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করেছে, পাশাপাশি ফোনটির টিজার পোস্টারও Amazon এ শেয়ার করা হয়েছে। এই OnePlus ফোনটিকে ‘The Shape of Power’ বলা হচ্ছে যা ভারতে 7 ফেব্রুয়ারি সন্ধ্যা 7.30 টায় লঞ্চ হবে। এই লঞ্চ ইভেন্টে OnePlus 11 5G ফোনটি লঞ্চ করা হবে। তাই এটা স্পষ্ট যে এই দুটি স্মার্টফোনই একই সাথে ভারতে লঞ্চ করা হবে।

OnePlus 11R স্মার্টফোনের সম্ভাব্য দাম

কিছুদিন আগেই OnePlus 11R-এর দাম প্রকাশ করেছিলেন টিপস্টার মুকুল শর্মা। লিক রিপোর্টে বলা হয়েছিল যে এই মোবাইলটি ভারতের মার্কেটে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। লিক রিপোর্ট অনুযায়ী,এই ফোনের বেস মডেলে 8GB র‌্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হবে, যার দাম 35 হাজার থেকে 40 হাজারের মধ্যে হতে পারে। এই ফোনের বড় OnePlus 11R ভেরিয়েন্টটি 16GB + 512GB ভেরিয়েন্টে ভারতে 40,000 থেকে 45,000 টাকার বাজেটে সেলের জন্য লঞ্চ হতে পারে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে OnePlus 11 স্মার্টফোন, জেনে নিন ফোনের মেমরি ভেরিয়েন্ট এবং দাম

OnePlus 11R স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • 6.7 FHD+ 120Hz AMOLED স্ক্রীন
  • Qualcomm Snapdragon 8+ Gen 1
  • 50MP রেয়ার + 32MP সেলফি ক্যামেরা
  • 100W ফাস্ট চার্জিং

OnePlus 11R সম্পর্কিত লিক অনুসারে, এই মোবাইল ফোনটি একটি 6.7-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, যা 100W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। যেখানে 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সরের সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল থার্ড সেন্সর দেখা যাবে। OnePlus এর এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। আরও পড়ুন: সামনে এল Honda Activa EV এর লঞ্চ ডিটেইলস, নিশ্চিত করেছেন কোম্পানির CEO

OnePlus 11R স্মার্টফোনটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেটে লঞ্চ হবে। এই ফ্ল্যাগশিপ ফোনটি 16GB র‍্যাম মেমরিতে লঞ্চ করা হবে যার সাথে 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে। এটি হবে ফোনের সবচেয়ে বড় মডেল। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8 GB RAM + 128 GB স্টোরেজ দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here