50MP Camera সহ মাত্র 8,999 টাকায় লঞ্চ হল Tecno Spark 8T, ফুল চার্জে 38 দিন পর্যন্ত চলবে এই ফোনে‌র ব‍্যাটারি

সস্তা স্মার্টফোন লঞ্চ করার জন্য পরিচিত টেক ব্র‍্যান্ড TECNO আজকে ভারতীয় মার্কেটে নিজের আর‌ও একটি নতুন মোবাইল ফোন লঞ্চ করেছে। লো-বাজেট সেগ্মেন্টের এই স্মার্টফোনটিকে Tecno Spark 8T নামে লঞ্চ করা হয়েছে, যা 50MP Camera, 5,000mAh Battery, MediaTek Helio G35 চিপসেট এবং 6.6 ইঞ্চির লার্জ ডিসপ্লে সাপোর্ট করে। টেক্নো স্পার্ক 8টি স্মার্টফোনটি 8,999 টাকা দামে লঞ্চ হয়েছে যা আগামী 20 ডিসেম্বর থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে সেলের জন্য উপলব্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: 120KM রেঞ্জ সহ লঞ্চ হল নতুন Electric Scooter, জেনে নিন এই স্কুটারের সম্পর্কে সম্পূর্ণ তথ্য

Tecno Spark 8T এর স্পেসিফিকেশন্স

এই নতুন টেক্নো মোবাইলটিকে 20:9 আস্পেক্ট রেশিওতে লঞ্চ করা হয়েছে যা 1080 × 2408।পিক্সেল রেজল্যুশনের 6.6 ইঞ্চির ফুল‌এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91.30 শতাংশ এবং এই ফোনটির ডিসপ্লে‌র তিনদিক বেজলস যুক্ত এবং নীচে চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। টেক্নো স্পার্ক 8টি স্মার্টফোনে‌র স্ক্রিন 401 পিপিআই এবং 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির ডায়মেনশান 16.5 × 7.6 × 0.9 সিএম এবং ওজন 192 গ্রাম।

Tecno Spark 8T স্মারৃটফোনটিকে অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ করা হয়েছে যা হাই‌ওএস 7.6 এর সাথে মিলিত হয়ে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.3 গীগাহার্টস ক্লক স্পীডে‌র অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেকের হেলিয়ো জি35 চিপসেট দেওয়া হয়েছে। এটি হাইপার ইঞ্জিন সুপার বুস্ট ফিচার যুক্ত যা স্মুথ আর ল‍্যাগ ফ্রি প্রসেসিং এবং অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য তৈরি করা হয়েছে। এই স্মার্টফোনটিকে 4 জিবি র‍্যামে লঞ্চ করা হয়েছে যা 64 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

আরও পড়ুন: Jio এর নতুন কান্ড। মাত্র 1 টাকায় পেশ কোম্পানি করল Jio Rs 1 Plan, যার মধ্যে পাওয়া যাবে 30 দিনের ভ‍্যালিডিটি সহ এত ইন্টারনেট ডেটা

ফোটোগ্রাফির জন্য টেক্নো স্পার্ক 8টি স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা এফ/1.6 অ্যাপার্চার যুক্ত। টেক্নো‌র এই ফোনটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি এআই লেন্স সাপোর্ট করে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে যা ডুয়াল ফ্ল‍্যাশ সহ অসাধারণ ফোটো ক‍্যাপ্চার করতে সাহায্য করে।

Tecno Spark 8T একটি ডুয়াল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার এবং 3.5 মিমি জ‍্যাক সহ ফোনটিকে ডিটিএস সাউন্ড যুক্ত করা হয়েছে। সিকিউরিটি‌র জন্য যেখানে ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে আবার এর সাথেই এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে, যার সম্পর্কে কোম্পানি দাবি করে বলেছে যে এই ব‍্যাটারিটি 38 দিন পর্যন্ত স্ট‍্যান্ডবাই টাইম দিতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here