শাওমি মি এ2 এর দাম কমল 2,000 টাকা এবং রেডমি নোট 6 প্রোও হল অত‍্যন্ত সস্তা

শাওমি এবছরের শুরুতে তাদের স্মার্টফোনের দাম কমিয়েছিল, গত বছর লঞ্চ করা নতুন ফোনগুলি এর অন্তর্গত। আবার কোম্পানি তাদের দুটি নতুন স্মার্টফোনের দাম কমিয়েছে। যদি আপনিও শাওমি ফ‍্যান হয়ে থাকেন এবং নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আপনি শাওমি মি এ2 ও শাওমি নোট 6 প্রো কিনতে পারেন। এই দুটি ফোনের দাম যথাক্রমে 2,000 টাকা ও 1,000 টাকা কমানো হয়েছে।

ভিভো নিয়ে এলো সস্তা ওয়াটারড্রপ নচযুক্ত ফোন, স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 এর জন্য কড়া প্রতিযোগিতা

কোম্পানির মি এ2 ফোনটির দাম কমার কথা শাওমি ইন্ডিয়ার এমডি ও গ্লোবাল বিপি মনু কুমার জৈন তার টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট করেছেন। আবার 91মোবাইলস রেডমি নোট 6 প্রোর দাম কমার কথা রিটেইল স্টোরের মাধ্যমে জানতে পেরেছে। দাম কমার পর দুটি ডিভাইসের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 11,999 টাকা দামে কেনা যাবে। এই দাম পাকাপাকি ভাবে কমানো হয়েছে। এর আগে বেশ কয়েক বার ফোনগুলির দাম কয়েক দিনের জন্য কমানো হয়েছে।

শাওমি মি এ2 এর ফিচার ও স্পেসিফিকেশন
কোম্পানি মি এ2 মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করেছে। এই ফোনে 5.99 ইঞ্চির আইপিএস ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। শাওমি মি এ2 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে 12 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স486 প্রাইমারি সেন্সর ও 20 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স376 সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। দুটি ক‍্যামেরা সেন্সর‌ই এফ/1.75 অ্যাপার্চারযুক্ত ও পোর্ট্রেট মোড সাপোর্ট করে।

12 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে 18 মার্চ লঞ্চ হবে ব্ল‍্যাক শার্ক 2, গেমিং লাভারদের অপেক্ষা হতে চলেছে শেষ

এতে সেলফির জন্য এফ/2.2 অ্যাপার্চারের 20 মেগাপিক্সেল সোনী আইএম‌এক্স376 ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের সেলফি ক‍্যামেরাও এআই টেকনিকযুক্ত এবং লো লাইট ফোটোগ্ৰাফির জন্য এতে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে।

মি এ2 তে সিকিউরিটির জন্য এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম, 4জি ভোএলটিই, ওয়াইফাই, জিপিএস ও ব্লুটুথ 5.0 আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,010 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

বিএস‌এন‌এল দিচ্ছে 25 শতাংশ ক‍্যাশব‍্যাক, জেনে নিন কিভাবে পাবেন

শাওমি নোট 6 প্রোর ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনে 5.84 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2280 পিক্সেল। এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 625 চিপসেট আছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে এম‌আইইউআই 9.6 কাজ করে। শাওমি রেডমি নোট 6 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা।

ফোনের ব‍্যাক ও ফ্রন্ট উভয় প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এতে সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here