13 হাজার টাকা দামে লঞ্চ হলো Samsung-এর অসাধারণ স্মার্টফোন, কোম্পানির এই ফোনটির সামনে কুপোকাত Realme-Redmi,

Samsung Galaxy A04s Launch: স‍্যামসাং আজকে ভারতীয় বাজারে নিজের প্রোডাক্ট পোর্টফোলিওতে আর‌ও একটি স্মার্টফোন Samsung Galaxy A04s লঞ্চ করেছে। এই ফোনটি 50MP Camera, 90Hz Refresh Rate, 4GB RAM এবং 5,000mAh ব‍্যাটারির মতো স্পেসিফিকেশন যুক্ত 13,499 টাকা দামে লঞ্চ হ‌ওয়া লো বাজেট স্মার্টফোন। স‍্যামসাং গ‍্যালাক্সি এ04এস স্মার্টফোন‌টি এই বাজেটে মার্কেটে আগে থেকেই উপস্থিত Realme, Redmi সহ OPPO, VIVO, Infinix এবং Tecno-এর মতো ব্র‍্যান্ড গুলির সাথে কড়া প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল সর্বাধিক রেঞ্জ প্রদানকারী Electric Car, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy A04s Price

সর্বপ্রথম স‍্যামসাং গ‍্যালাক্সি এ04এস ফোনটির প্রাইস এবং সেল অফারের কথা বলা হলে এই ফোনটিকে সিঙ্গেল ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে, এই ফোনে 4 জিবি র‍্যাম সহ 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Samsung Galaxy A04s-এর প্রাইস 13,499 টাকা এবং এই ফোনটিকে Black, Copper এবং Green কালারে পেশ করা হয়েছে। এসবিআই ক্রেডিট কার্ড, ওয়ান কার্ড এবং স্লাইস কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে, ফলে স‍্যামসাং গ‍্যালাক্সি এ04এস ফোনটির এফেক্টিভ প্রাইস 12,499 টাকা হয়ে যাবে।

Samsung Galaxy A04s Specifications

ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলা হলে স‍্যামসাং গ‍্যালাক্সি এ04এস স্মার্টফোন‌টিকে 20:9 আসপেক্ট রেশিও সহ 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে‌র সাথে পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনটিকে ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে সহ পেশ করেছে, এই ডিসপ্লে‌টি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। স্ক্রিনের তিন দিক বেজল লেস এবং নীচের দিকে চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। আরও পড়ুন: Airtel 5G Speed Test স্পীড দেখে আপনিও অবাক হতে বাধ্য, দেখে নিন ভিডিও

Samsung Galaxy A04s ফোনটি অ্যান্ড্রয়েড ওএস সহ ওয়ান‌ইউআই-এও কাজ করে। এই স্মার্টফোন‌টি 4 জিবি র‍্যাম মেমো‌রিতে লঞ্চ হ‌ওয়া‌র সাথে 4 জিবি এক্সপেন্ডেবেল র‍্যাম‌ও সাপোর্ট করে। অর্থাৎ, প্রয়োজনে এই স‍্যামসাং মোবাইল‌টি 8 জিবি র‍্যামে পারফরম্যান্স প্রদান করতে পারবে। আবার, এই ফোনে 64 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে 1টিবি মাইক্রোএসডি কার্ড‌ও ব‍্যবহার করা যেতে পারে। স‍্যামসাং এখনো পর্যন্ত এই ফোনটির প্রসেসর সম্পর্কে তথ‍্য প্রকাশ করেনি।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A04s ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: 15 হাজার টাকা বাজেটে লঞ্চ হবে সস্তা JioBook ল্যাপটপ, সঙ্গে পাওয়া যাবে 4G সিম কার্ড

Samsung Galaxy A04s ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। সিকিউরিটি‌র জন্য এই ফোনটির সাইড প‍্যানেলে যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই স‍্যামসাং ফোনটি 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000 এম‌এইচের ব‍্যাটারি সাপোর্ট করে। কোম্পানির দাবি, এই ফোনটি এআই পাওয়ার ম‍্যানেজমেন্ট টেকনোলজি সাপোর্ট করে, যার মাধ্যমে ফোনটি 2 দিনের পাওয়ার ব‍্যাক‌আপ দিতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here