ভারতে লঞ্চ হল সর্বাধিক রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক কার Mercedes-Benz EQS 580 4Matic, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

যেসব মানুষ Electric Car কেনার কথা ভেবেও কম রেঞ্জের জন্য এড়িয়ে যান তাদের জন্য সুখবর আছে। ভারতে লঞ্চ হল দেশের সবচেয়ে বেশি রেঞ্জ প্রদানকারী Electric Car। Mercedes Benz এর পক্ষ থেকে Mercedes-Benz EQS 580 4Matic গাড়ি লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই লাক্সারি গাড়ি ARAI সার্টিফাইড 857 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। সবচেয়ে বড় কথা এটি প্রথম মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক লাক্সারি কার যা যা ভারতের চাকন, পুণেতে অবস্থিত প্লান্তে তৈরি করা হয়েছে।

25 লক্ষ টাকা থেকে করুন বুক

জানিয়ে রাখি কোম্পানি আগে থেকেই এই গাড়ির বুকিং শুরু করে দিয়েছিল। গ্রাহকরা 25 লক্ষ টাকার বিনিময়ে এই গাড়ি বুক করতে পারবেন। কোম্পানির সাইটে গিয়ে ভারতের এই সর্বাধিক রেঞ্জ প্রদানকারী Electric Car টি বুক করা যাবে। চলুন জেনে নেওয়া যাক এই গাড়িটির দাম। আরও পড়ুন: 15 হাজার টাকা বাজেটে লঞ্চ হবে সস্তা JioBook ল্যাপটপ, সঙ্গে পাওয়া যাবে 4G সিম কার্ড

 

Mercedes-Benz EQS 580 4Matic এর দাম

মার্সেডিজের পক্ষ থেকে এই গাড়িটি 1.55 কোটি টাকা (এক্স শোরুম) দামে লঞ্চ করা হয়েছে। Mercedes-Benz Car লঞ্চের সময় কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি জার্মান প্রিমিয়াম কার প্রস্ততকারী Mercedes Benz এর সঙ্গে স্থানীয় স্তরে গাড়ি তৈরির ব্যাপারে কথা বলেন এবং তিনি আরও বলেন এর ফলে গাড়ির দামও অনেকটাই কম হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই গাড়ি অনেকেরই সাধ্যের বাইরে।

Mercedes-Benz EQS 580 4Matic এর ফিচার

Mercedes-Benz EQS 580 4Matic গাড়িটির লুক বাইরে থেকে যতটা সুন্দর ভেত্র থেকেও ততটাই আকর্ষণীয়। Mercedes-Benz EQS 580 4Matic এ একটি ‘হাইপারস্ক্রিন’ আছে যার মধ্যে একটি গ্লাস প্যানেলের মাধ্যমে 3টি স্ক্রিন রয়েছে। ড্রাইভারের সামনে 12.3-ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে এবং সেন্টারে 17.7-ইঞ্চির ইনফোটেনমেন্ট স্ক্রিন রয়েছে। ইলেকট্রিক সেডানে 3D ম্যাপস, হেড আপ ডিসপ্লে, ম্যাসাজ ফাংশনের সঙ্গে ফ্রন্ট সিটের জন্য বার্মেস্টার 3D সাউন্ড সিস্টেম, এয়ার ফিল্টারেশন এবং রেয়ার সিট যাত্রীদের জন্য MBUX ট্যাবলেট রয়েছে। সুরক্ষার জন্য এতে নয়টি এয়ার ব্যাগ, লেন পরিবর্তন ও লেন কীপ অ্যাসিস্ট এবং আপৎকালীন স্টপ সিস্টেম আছে। আরও পড়ুন: BSNL 5G Launch: Airtel-Jio কে চাপে ফেলতে আসছে BSNL 5G, এই দিন লঞ্চ হবে কোম্পানির 5G সার্ভিস

এছাড়া Mercedes-Benz EQS 580 গাড়িতে 107.8kWh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আছে, যা দুটি ইলেকট্রিক মোটরকে শক্তি যোগায়। যৌথভাবে এর শক্তি উৎপাদনের ক্ষমতা 523bhp এবং টর্ক 855Nm। এই গাড়ির টপ স্পীড 210kmph। এই গাড়িটি মাত্র 4.3 সেকেন্ডের মধ্যে 0 থেকে 100kmph স্পীড ধরতে সক্ষম। এই গাড়ির ব্যাটারি প্যাক 200kW DC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 15 মিনিট চার্জ করলে এতে 300km রেঞ্জ পাওয়া যায়। একবার ফুল চার্জ করলে Mercedes-Benz EQS 580 4Matic গাড়িতে ARAI সার্টিফাইড 857 কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here