আরও 6 মাস পিছিয়ে গেল 5G Trials এর ডেডলাইন, নিরাশার মুখোমুখি Jio, Airtel ও Vodafone Idea ইউজাররা

কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল ভারতে 5G Network চালু হতে এখনও বেশ কিছু সময় লাগতে পারে। দেশে সরকারের পক্ষ থেকে 5G Trails এর জন্য 26 নভেম্বরের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত দেশে 5জি নেটওয়ার্কের সফল পরীক্ষা পুরোপুরি সম্ভব হয়নি। এই অসমাপ্ত 5জি ট্রায়াল সম্পূর্ণ করার জন্য টেলিকম কোম্পানি Reliance Jio, Airtel ও Vodafone Idea অতিরিক্ত সময় চেয়েছিল। সেই আর্জিকে মান‍্যতা দিয়ে দেশের Department of Telecommunications (DoT) এর পক্ষ থেকে আরও 6 মাস সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।

5G ট্রায়ালের দেরি

দেশে 5জি পরিষেবা চালু হ‌ওয়ার আগে ব‍্যান্ড ও অন‍্যান‍্য উপকরণের ক্ষমতা পরীক্ষা করে নেওয়া দরকার। Jio, Airtel ও Vodafone Idea বিভিন্ন টেক ব্র‍্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে দেশের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত5জি পরিষেবা শুরু করার মতো ট্রায়াল সম্পন্ন হয়ে ওঠেনি। প্রথমে বলা হয়েছিল আগামী 26 নভেম্বর 2021 তারিখে সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে সরকারের কাছে টেস্ট রিপোর্ট জমা করতে হবে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এমনটা করতে টেলিকম কোম্পানিগুলি অসফল হয়েছে।

আরও 6 মাসের অপেক্ষা

প্রথমেই বলে রাখি আগামী 6 মাসের অপেক্ষার ফলাফল হিসেবে High Speed 5G Internet পরিষেবা পাওয়া যাবে না, বরং 5জি ট্রায়াল সম্পন্ন হ‌ওয়ার জন্য এই সময় দিতে হচ্ছে। সরকার সমস্ত টেলিকম কোম্পানিকে তাদের ট্রায়াল সম্পূর্ণ করার জন্য আরও 6 মাস সময় দিয়েছে এবং এই সময় শেষ হবে আগামী বছর অর্থাৎ 2022 সালের মে মাসে। জানিয়ে রাখি এই নতুন নির্ধারিত সময়ের মধ্যে যদি সফলতার সঙ্গে ট্রায়াল সম্পন্ন হয় তবে তারপরই দেশে 5G spectrum এর নিলাম শুরু হবে। এবং এই নিলামের পর গিয়ে সমস্ত টেলিকম কোম্পানি তাদের 5জি পরিষেবা চালু করতে পারবে।

এই মুহূর্তে সমস্ত টেলিকম কোম্পানিগুলি 3500MHz band এ তাদের 5জি ট্রায়াল চালাচ্ছে। আশা করা হচ্ছে আগামী দিনে 700MHz band এর পাশাপাশি 3.3GHz ও 3.6GHz millimeter wave এর ক্ষেত্রেও 5G Trails করা হবে। এখন শুধু আগামী ছয় মাস অপেক্ষা করে দেখা যাবে দেশের বিভিন্ন টেলিকম কোম্পানি ও টেক ব্র‍্যান্ড যৌথভাবে সফল 5জি ট্রায়াল সম্পন্ন করতে পারে কি না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here