দীপাবলির সময় সবাই উপহার ও ছাড়ের আশা করেন। কেউ বন্ধুবান্ধব, প্রিয় মানুষ ও পরিবারের থেকে আবার কেউ অফিস, ব্যাবসা বা অন্য কোনো জায়গা থেকে। এই দীপাবলির মরশুমে Reliance Jio এর পক্ষ থেকে ‘দীপাবলি ধামাকা অফার’ জারি করা হয়েছে, এতে ইউজারদের ফ্রি ইন্টারনেট 5G Data সহ ফ্রি ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। যেসব ইউজাররা জিও নাম্বার ব্যাবহার করেন, তারা এই অফার উপভোগ করতে পারবেন।
Jio Diwali Dhamaka Offers
- জিও দীপাবলি ধামাকা অফার হিসেবে কোম্পানির পক্ষ থেকে 20GB 5G Data ফ্রি দেওয়া হচ্ছে।
- এই ফ্রি ইন্টারনেট ডেটা অফার পাওয়ার জন্য 899 টাকা দামের রিচার্জ করতে হবে।
- এই 90 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানে 20জিবি ফ্রি ডেটা সহ 3,350 টাকার কুপন পাওয়া যাবে।
- কোম্পানির পক্ষ থেকে 3000 টাকার EaseMyTrip কুপন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে ফ্লাইট বা হোটেল বুকিং করা যাবে।
- একইভাবে AJIO শপিং অ্যাপের জন্যও 200 টাকার ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে এবং এটি শপিঙের সময় ব্যাবহার করা যাবে।
- কোম্পানির পক্ষ থেকে 150 টাকার ডিসকাউন্ট কুপন Swiggy অ্যাপেও দেওয়া হচ্ছে, এই কুপন খাওয়ার অর্ডারের সময় ব্যাবহার করা যাবে।
- এই তিনটি জিও কুপনের ভ্যালু মিলিয়ে মোট 3,350 টাকা হবে।
নোট: জিও দীপাবলি ধামাকা অফার শুরু হয়ে গেছে এবং এটি 5 নভেম্বর পর্যন্ত চলবে। জিওর প্রিপেইড কাস্টোমার এই কুপন উপভোগ করতে পারবেন। এই অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য (এখানে ক্লিক করুন)
Get Diwali-ready with Jio True 5G Diwali Dhamaka Offers! ✨
Fast speeds, flight discounts, fashion steals, and food deals—everything you need to prep for the season. #WithLoveFromJiohttps://t.co/MukrjqQxDX#JioTrue5G #DiwaliDhamaka #DiwaliDeals #Festival #StayConnected… pic.twitter.com/EA8ZrEQFln— Reliance Jio (@reliancejio) October 28, 2024
Jio 5G plan
- কোম্পানির পক্ষ থেকে পেশ করা জিও দীপাবলি অফার শুধুমাত্র 899 টাকা দামের রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য।
- এই জিও 5জি প্ল্যানটি 90 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
- এই প্ল্যানে প্রতিদিন 2জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে।
- 2GB Daily ডেটা হিসেবে এই প্ল্যানে মোট 180GB ডেটা (90×2) পাওয়া যাবে।
- কোম্পানির পক্ষ থেকে ইউজারদের প্রতিদিন 2জিবি ডেটা সহ মোট 20GB Data free দেওয়া হচ্ছে।
- জিও প্ল্যানে পাওয়া ডেটা এবং ফ্রি ডেটা মিলিয়ে মোট 200GB ডেটা দেওয়া হচ্ছে।
- ডেটা বেনিফিট ছাড়াও 899 টাকা দামের রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাচ্ছে।
- এই Unlimited Call এর বেনিফিট যেকোনো নেটওয়ার্কের নাম্বারে উপভোগ করা যাবে।
- একইভাবে জিও ইউজারদের এই প্ল্যানে প্রতিদিন 100 এসএমএসের সুবিধা দেওয়া হচ্ছে।
- জিও প্ল্যানের ফ্রি JioTV, JioCinema এবং JioCloud এর সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।