6,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে 5G OPPO স্মার্টফোন, 20 হাজার টাকার চেয়েও কম দাম

গত জুন মাসে OPPO A3 Pro 5G ফোনটি ভারতে 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 8GB RAM, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 5,100mAh Battery দেওয়া হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির নেক্সট জেনারেশন নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আপগ্রেড ভার্সন OPPO A5 Pro 5G নামে লঞ্চ করা হবে। ইতি মধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

কবে লঞ্চ হতে চলেছে OPPO A5 Pro 5G ফোন?

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত নতুন A5 Pro ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য শেয়ার করা হয়নি, কিন্তু কোম্পানি তাদের নতু বছরের শুরু এই ফোন লঞ্চের সঙ্গে করবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে OPPO A5 Pro 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি এই ওপ্পো ফোনটি প্রথমে চীনের মার্কেটে লঞ্চ করবে এবং পরে ভারতীয় বাজারে পেশ করবে।

কত হতে চলেছে OPPO A5 Pro 5G ফোনের দাম?

আপকামিং OPPO A5 Pro 5G ফোনটি মিড বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে। এই ফোনটির দাম 20 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির ভ্যানিলা মডেলের দাম 20,000 টাকার কম এবং টপ মডেলের দাম 22,000 টাকা রাখা হতে পারে। জানিয়ে রাখি বর্তমানে OPPO A3 Pro 5G ফোনটি ভারতে 8GB+128GB স্টোরেজ অপশন 17,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ অপশন 19,999 টাকা দামে সেল করা হচ্ছে।

কেমন হবে OPPO A5 Pro 5G ফোনের স্পেসিফিকেশন?

  • ডিসপ্লে: OPPO A5 Pro 5G ফোন 6.7-ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে 120হার্টস রিফ্রেশ রেট সহ এমোলেড স্ক্রিন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে।
  • প্রসেসর: OPPO A5 Pro 5G ফোনটি নতুন এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেট 2.5গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত চার কোটেক্স -এ78 কোর এবং 2.0গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত চার কোটেক্স -এ55 কোর রয়েছে।
  • স্টোরেজ: OPPO A3 Pro 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছিল। এবার OPPO A5 Pro 5G ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। ফোনটির টপ মডেল 12GB RAM এবং 512GB স্টোরেজ ও ভ্যানিলা মডেলে 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য আপকামিং ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO A5 Pro ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: OPPO A5 Pro 5G ফোনটি 45ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। সম্প্রতি চীনের টেনা সার্টিফিকেশন সাইটে ফোনটির ব্যাটারি রেটেট ভ্যালু 5,840এমএএইচ দেখা গেছে, তাই আপকামিং ফোনটি 6000এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here