ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT) পরিস্কার করে জানিয়ে দিয়েছে যে 2022 এই ভারতে 5G পরিষেবা শুরু হতে চলেছে এবং এই পরিষেবা প্রথমে দেশের 13টি শহরে শুরু হতে চলেছে, যথাক্রমে জামনগর, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চন্ডিগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুড়গাঁও, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, মুম্বাই এবং পুনে শহরে। 5G সার্ভিস একবার শুরু হয়ে গেলে ধীরে ধীরে সম্পূর্ণ দেশে ছড়িয়ে পড়বে। সম্পূর্ণ দেশে ছড়িয়ে পড়তে সময় লাগবে কিন্তু মোবাইল ইউজাররা পিছিয়ে না পড়ার জন্য এখন থেকেই প্রস্তুত হয়ে থাকতে চায় 5জি সার্ভিস ব্যবহার করার জন্য। ভারতীয় মোবাইল মার্কেটের একটি বিশেষ দিক বলা যেতে পারে যে সার্ভিস শুরু হওয়ার আগেই আমাদের দেশের বাজার প্রস্তুত হয়ে গেছে। ভারতে 5জি সার্ভিস এখন ট্রায়াল ফেজে আছে এবং এর সাথেই Jio, Airtel, Vodafone Idea এবং MTNL কোম্পানি প্রস্তুতি নিচ্ছে। আবার মোবাইল কোম্পানি গুলি এখন থেকেই কম রেঞ্জে 5G ফোন বিক্রি করা শুরু করে দিয়েছে। এমতাবস্থায় আপনারা যদি 5জি ফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে নীচে দেওয়া ডিভাইস গুলির মধ্যে থেকে একটি বেছে নিতে পারেন।
আরও পড়ুন: এবার খেলনা হয়ে যাবে এই স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
কম বাজেটে বেস্ট 5G স্মার্টফোন
- POCO M3 Pro 5G
- Xiaomi Redmi Note 10T
- OPPO A53s 5G
- Moto G51 5G
- Realme Narzo 30 5G
POCO M3 Pro 5G
পোকো এম3 5জি ফোনটি কম বাজেটে একটি অসাধারণ ফোন। এই ফোনটি MediaTek Dimensity 700 চিপসেট সাপোর্ট করে। এই ফোনে 4GB RAM সহ 64GB এর ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এর সাথেই এই ফোনটি 90Hz Refresh Rate সহ 6.5-ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করে। ফোটোগ্রাফি এবং ভিডিওর জন্য এই ফোনে 48MP + 2MP + 2MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং এর সাথেই 8MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh এর ব্যাটারিও দেওয়া হয়েছে এই ফোনে।
আরও পড়ুন: Vivo V23 5G এবং Vivo V23 Pro 5G স্মার্টফোনের লঞ্চের আগেই লিক হল দাম
Xiaomi Redmi Note 10T
শাওমিও কম বাজেটে একটি অসাধারণ 5জি ফোন পেশ করেছে। কোম্পানি Xiaomi Redmi Note 10T মডেলের 5জি ভেরিয়েন্ট পেশ করেছে। 6.5- ইঞ্চির আইপিএস স্ক্রিন সহ পেশ করা এই ফোনে 90Hz Refresh Rate এর ডিসপ্লে এবং 405 পিপিআই সাপোর্ট করে। শাওমির এই ফোনটি MediaTek Dimensity 700 চিপসেটে কাজ করে এবং এই ফোনে 2.2GHz ক্লক স্পীডের Octa core প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 4GB র্যাম সহ 64GB এর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।
OPPO A53s 5G
ভারতের 5জি ফোনের মার্কেটে ওপ্পোরও একটি সস্তা 5জি ফোন উপলব্ধ আছে। কোম্পানি OPPO A53s এর 5জি ভার্সন ইন্ডিয়াতে পেশ করেছে। এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই ফোনে গ্রাহকরা 6GB এর বড়ো র্যাম মেমোরি সহ 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবে। এই ফোনটিকে MediaTek Dimensity 700 চিপসেট সহ Octa Core প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লের কথা বলা হলে এই ফোনে 60Hz রিফ্রেশরেট সহ 6.52-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। মেমোরির দিক থেকে এই ফোনটি প্রতিযোগিতায় এগিয়ে আছে কিন্তু রিফ্রেশরেটের ক্ষেত্রে ফোনটি পিছিয়ে পড়েছে। এই ফোনে 13MP + 2MP + 2MP এর ট্রিপল রেয়ার ক্যামেরা সহ 8MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে এবং কোম্পানি এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh এর ব্যাটারি দিয়েছে।
আরও পড়ুন: জেনে নিন JioFiber এর সবচেয়ে সস্তা প্ল্যানটি, মাত্র 399 টাকায় দারুণ চমক!
Moto G51 5G
আপনি যদি মিডিয়াটেকের চিপসেট ছাড়া কোয়ালকম চিপসেটের 5জি ফোন নিতে চান তাহলে মোটোরোলাই একমাত্র বিকল্প। এই ফোনটিতে 2GHz ক্লক স্পীডের Octa core প্রসেসর সহ Snapdragon 480 Plus চিপসেট দেওয়া হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটি অন্যান্যদের তুলনায় এগিয়ে। এই ফোনে 50MP + 8MP + 2MP এর ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ ফ্রন্টে 13MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ডিসপ্লে 120Hz রিফ্রেশরেটের 6.8-ইঞ্চির IPS LCD স্ক্রিন সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 4GB র্যাম সহ 64GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।
Realme Narzo 30 5G
রিয়েলমি কোম্পানির কাছেও 5জি ফোন উপলব্ধ আছে। কোম্পানি 5জি মোবাইল হিসেবে রিয়েলমি নারজো 30 5জি পেশ করেছে। কোম্পানি এই ফোনে MediaTek Dimensity 700 চিপসেট সহ অক্টাকোর প্রসেসর দিয়েছে। এর সাথেই এই ফোনটি 4GB র্যাম সহ 64GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটি 90Hz রিফ্রেশরেটের 6.5-ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 48MP + 2MP + 2MP এর ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ 16MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটি 5,000mAh ব্যাটারি সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













