6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ 5G ফোনের দামে দারুণ প্রাইস কাট, জেনে নিন নতুন দাম

যেসব ইউজাররা লেটেস্ট 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য খুশির খবর, কারণ ভিভো তাদের একটি দুর্দান্ত ফোনের দাম কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Y সিরিজের Y58 5G ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে। জুন মাসে ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার এই ফোনের দাম 1,000 টাকা কমে গেছে। কোম্পানির পক্ষ থেকে সবসময়ের জন্য এই ফোনটির দাম 1,000 টাকা কমিয়ে দিয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 6000mAh ব্যাটারি, 8GB RAM মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনের নতুন দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

1,000 টাকা কমে গেল Vivo Y58 5G ফোনের দাম

  • ভারতীয় বাজারে ভিভো তাদের Y58 5G ফোনটি 8GB RAM +128GB স্টোরেজ অপশন 19,499 টাকা দামে লঞ্চ করেছিল।
  • তবে সম্প্রতি এই ফোনের দাম 1,000 টাকা কমে গিয়েছিল, এই প্রাইস কাটের পর ফোনটির দাম 18,499 টাকা হয়েছিল।
  • এবার আমরা অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে জানতে পেরেছি Vivo Y58 5G ফোনের দাম 1,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এই প্রাইস কাটের পর ফোনটি অফলাইন স্টোরে 17,499 টাকা দামে সেল করা হচ্ছে।
  • এছাড়াও বেশ কিছু ব্যাঙ্ক কার্ডের সাহায্যে ফোনটিতে 1,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। তবে কোম্পানির অফিসিয়াল সাইট এবং আমাজনে Vivo Y58 5G ফোনটি 18,499 টাকা দামে সেল করা হচ্ছে।

এই ফোনটি কি কেনা উচিৎ?

যারা 15 থেকে 20 হাজার টাকা বাজেট রেঞ্জে দারুণ ফোন খুঁজছেন, এই Vivo Y58 5G ফোনটি তাদের জন্য ভালো অপশন হবে। কারণ জুন মাসেই ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই এতে নতুন 5G ফিচার রয়েছে। এই ফোনে দুর্দান্ত পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফের জন্য 6000mAh ব্যাটারি এবং ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। সবমিলিয়ে ফোনটি 17,499 টাকা দামে একটি ভালো অপশন।

Vivo Y58 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y58 5G ফোনে 6.72 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2408 x 1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 2.3GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। 8GB extended RAM এর মাধ্যমে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y58 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল অন্য লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়েল সিম, 4G, 5G, স্টেরিও স্পিকার ও IP64 রেটিং যোগ করা হয়েছে।
  • ওএস: Vivo Y58 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here