6,000mAh Battery এবং 50MP Camera সহ মাত্র 8199 টাকা দামে লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন

সস্তা স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড আইটেল এই মাসে একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। কোম্পানি ইতিমধ্যে ভারতে তাদের পাওয়ার সিরিজ পেশ করে নতুন নতুন সস্তা ফোন itel P55, itel P55+ এবং itel P55T লঞ্চ করেছে। সিরিজের itel P55 এবং itel P55+ ফোনদুটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে itel P55T এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

itel P55T এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেটে কাজ করে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে রিং লাইট সহ 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই বাজেট ফোনটি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Unisoc T606 Octa-Core প্রসেসরে কাজ করে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 গো এডিশন সহ পেশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড গো এডিশন থাকার ফলে এই ফোন গুগলের গো এডিশন অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায়। এই ধরনের অ্যাপ কম RAM ও কম শক্তিশালী প্রসেসরেও সুন্দর পারফরমেন্স দেয় এবং কম ব্যাটারি ও ডেটা খরচ করে।
  • স্টোরেজ: itel P55T ফোনে 4GB RAM রয়েছে। এর সঙ্গেই এতে 4GB virtual RAM দেওয়া হয়েছে, যার ফলে ফোনের 4GB ফিজিক্যাল RAM এর সঙ্গে যোগ করে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার বাকপের জন্য এই ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

itel P55T এর দাম

itel P55T ফোনটি 4GB RAM + 128GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। মাত্র 8,199 টাকা দামে এই ফোনটি Astral Black এবং Astral Gold কালারে সেল করা হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনটি আগামী কিছু দিনের মধ্যে Astral Purple কালারেও পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here