Home খবর 6,000mAh Battery এবং 50MP Camera সহ মাত্র 8199 টাকা দামে লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন

6,000mAh Battery এবং 50MP Camera সহ মাত্র 8199 টাকা দামে লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন

সস্তা স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড আইটেল এই মাসে একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। কোম্পানি ইতিমধ্যে ভারতে তাদের পাওয়ার সিরিজ পেশ করে নতুন নতুন সস্তা ফোন itel P55, itel P55+ এবং itel P55T লঞ্চ করেছে। সিরিজের itel P55 এবং itel P55+ ফোনদুটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে itel P55T এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

itel P55T এর স্পেসিফিকেশন

itel P55T এর দাম

itel P55T ফোনটি 4GB RAM + 128GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। মাত্র 8,199 টাকা দামে এই ফোনটি Astral Black এবং Astral Gold কালারে সেল করা হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনটি আগামী কিছু দিনের মধ্যে Astral Purple কালারেও পেশ করা হবে।