মাত্র 7,699 টাকা দামে লঞ্চ হল iTel P40 স্মার্টফোন, সিঙ্গেল চার্জে চলবে 57 দিন!

Highlights

  • itel P40 এর প্রধান ইউএসপি হল এর 6,000mAh ব্যাটারি।
  • কোম্পানি জানিয়েছে এই ফোনটি সিঙ্গেল চার্জে 57 দিনের জন্য স্ট্যান্ডবাই টাইম দেয়।
  • iTel P40 স্মার্টফোনটি Android ‘Go’ ভার্সনে লঞ্চ করা হয়েছে।

টেক ব্র্যান্ড itel আজ ভারতীয় মার্কেটে তাদের নতুন লো বাজেট মোবাইল ফোন iTel P40 লঞ্চ করেছে৷ এই লো বাজেট স্মার্টফোনটি শক্তিশালী 6,000mAh ব্যাটারি সহ পেশ হয়েছে, যা একবার ফুল চার্জে 57 দিনের স্ট্যান্ডবাই টাইম দেওয়ার ক্ষমতা রাখে। এই পোস্টে আপনাদের itel P40 স্মার্টফোনের ফিচার স্পেসিফিকেশন এবং দামের সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Realme GT Neo 5 SE স্মার্টফোনের অফিসিয়াল লঞ্চ নিশ্চিত হল, জেনে নিন স্পেসিফিকেশন

itel p40 স্মার্টফোনের স্পেসিফিকেশন

iTel P40 স্মার্টফোনটি বর্তমানে শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। যা 4GB RAM এর সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এর দাম 7699 টাকা। এই ফোনটি মেমরি ফিউশন টেকনোলজি সাপোর্ট করে, যার ফলে এই ফোনটি 7GB র‌্যামের শক্তি সাপোর্ট করে। Itel P40 মার্কেটে Force Black, Dreamy Blue এবং Luxurious Gold কালার অপশনে লঞ্চ হয়েছে।

itel p40 স্মার্টফোনের স্পেসিফিকেশন

iTel P40 স্মার্টফোনে 1612 x 720 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.6-ইঞ্চি বড় HD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি IPS প্যানেলে নির্মিত যা 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনের উপরে ‘U’ আকৃতির ওয়াটারড্রপ নচ রয়েছে এবং এর তিনটি দিক বেজেল-লেস। আরও পড়ুন: Snapdragon 8 Gen 2 প্রসেসরসহ Geekbench এ তালিকাভুক্ত ASUS ROG Phone 7 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Itel P40 Android 12 Go ভার্সনে লঞ্চ করা হয়েছে যা UNISOC SC9863A অক্টাকোর প্রসেসরে কাজ করে। Android Go এডিশন হওয়ায় এই ফোনে Google Go অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা যায়। এই অ্যাপগুলি কম স্টোরেজ নেয় এবং কম RAM এবং হালকা প্রসেসরেও সহজে কাজ করে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এর ব্যাক প্যানেলে, ফ্ল্যাশলাইটের সাথে F/1.85 অ্যাপারচার যুক্ত একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা একটি সেকেন্ডারি QVGA লেন্সের সঙ্গে একযোগে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই মোবাইল ফোনটিতে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আরও পড়ুন: দুটি লো বাজেট রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Vodafone Idea, আনলিমিটেড কলিংয়ের সাথে পাবেন 6GB পর্যন্ত ডেটা

iTel P40 একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই মোবাইলের ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, সেই সঙ্গে এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। itel P40 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি শক্তিশালী 6,000 mAh রয়েছে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here