64MP ক্যামেরা, 66W চার্জিং, 4830mAh ব্যাটারির সাথে লঞ্চ হলো Vivo V25 Pro, চাপের মুখে Xiaomi এবং Oppo

Vivo কোম্পানি ভারতে তাদের মিড রেঞ্জ প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ Vivo V25 ভারতে লঞ্চ করে দিয়েছে। আসলে এই সিরিজের প্রো ভেরিয়েন্ট Vivo V25 Pro এর অসাধারণ ক্যামেরা এবং দারুন ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। ভিভোর V সিরিজের স্মার্টফোন তাদের ক্যামেরা ফিচার এবং লুকের জন্য ইউজারদের কাছে খুবই জনপ্রিয়। Vivo V25 Pro স্মার্টফোনটি ভারতে মিডিয়াটেকের দারুন প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছে। এরসাথে ফোনটির আগেই দারুন ক্যামেরার সাথে মার্কেটে পেশ করা হয়ে ছিল। Vivo V25 Pro এর রেয়ার প্যানেল কালার চেঞ্জিং টেকনোলজির সাথে এসেছে। এই আর্টিকেলে আমরা আপনাকে Vivo V25 Pro স্মার্টফোনটির সমন্ধে ডিটেইলসে জানাবো।

Vivo V25 Pro এর স্পেসিফিকেশন

  • 6.56 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে (120Hz রিফ্রেশরেট )
  • মিডিয়াটেক Dimencity 1300 প্রসেসর
  • 64MP+8MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 32MP ফ্রন্ট ক্যামেরা
  • অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স স্টেবলাইজেশন (OIS+EIS) ফিচার
  • 4830mAh ব্যাটারি এবং 66W ফাস্ট চার্জিং

Vivo V25 Pro স্মার্টফোনে 6.56-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 120Hz এবং এটিতে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট 300Hz । ভিভোর এই ফোনে কার্ভ এজ ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। এরসাথে ফোনটির SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং HDR10+ সাপোর্ট দেওয়া হয়েছে । ভিভোর এই ফোনটি MediaTek Dimensity 1300 প্রসেসর এবং 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সাথে পেশ করা হয়েছে।

ভিভোর এই ফোনটি Android 12 বেসড কোম্পানির ইউজারইন্টারফেস Funtouch OS এ রান করে। ভিভো এই ফোনে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনে Game Boost মোড, লিনিয়ার মোটর, লেটেস্ট Bionic Cooling সিস্টেম দেওয়া হয়েছে যেটি লিকুইড কুলিং VC এর সাথে 3002mm এর স্পেস খুব শীঘ্রই ঠান্ডা করে।

কানেক্টিভিটির জন্য ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.2, GPS, এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এরসাথে ফোনে 3.5mm অডিও জ্যাক এবং 4,830mAh ব্যাটারি এবং 66W ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হয়েছে । Vivo V25 Pro স্মার্টফোনের রেয়ার প্যানেলে কালার চেঞ্জ করা AG Glass টেকনোলজির ইউজ করা হয়েছে যেটি সানলাইট এবং UV লাইটে কালার চেঞ্জ করে।

ক্যামেরার কথা বললে Vivo V25 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 64MP এর প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যেটি অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিকস স্টেবলাইজেশন (EIS) সাপোর্ট করে। এরসাথে ফোনে 8MP এর পোট্রেট লেন্স এবং 2MP এর ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। ভিভোর এই ফোনে সেলফি ক্যামেরার জন্য 32MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ভিভোর এই ফোনে Night Portrait, Bokeh Flare Portrait, Real-time Extreme নাইট মোড , OIS Night Video, Bokeh এবং নাইট ভিডিওর মতো ফিচারের সাথে আসবে।

Vivo V25 Pro এর দাম

Vivo V25 Pro স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে । ভিভোর এই ফোন 8GBRAM এবং 128GB স্টোরেজের সাথে 35,999 টাকা দামে পেশ করা হয়েছে এরসাথে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টটি 12GBRAM এবং 256GB স্টোরেজের সাথে 39,999 টাকা দামে পেশ করা হয়েছে। ভিভো ভি 25 প্রো স্মার্টফোনটি দুটি কালার – পিওর ব্ল্যাক এবং স্টেলিং ব্লু এই দুটি কালারে মার্কেটে পেশ করা হয়েছে। ভিভোর এই ফোনেটির প্রী বুকিং আজ 17 আগস্ট থেকে শুরু হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here