6GB RAM এবং 64MP Camera সহ লঞ্চ হলো ওয়ানপ্লাস কোম্পানির সস্তা মোবাইল OnePlus Nord N20 5G

OnePlus টেক মার্কেটে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য নতুন 5জি ফোন পেশ করেছে। এই স্মার্টফোন‌টিকে সর্বপ্রথম আমেরিকান মার্কেটে OnePlus Nord N20 5G নামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি গত বছর লঞ্চ হ‌ওয়া OnePlus Nord N10 5G ফোনের অ্যাডভান্স ভার্সন, এই ফোনটি 64MP Camera, 6GB RAM, Snapdragon 695 চিপসেট এবং 33W 4,500mAh ব‍্যাটারি সাপোর্ট করে। এই আর্টিকেলে ওয়ানপ্লাসের এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।

OnePlus Nord N20 5G

ওয়ানপ্লাস নর্ড এন20 5জি ফোনটিকে কোম্পানি 6.43 ইঞ্চির পাঞ্চ-হোল ডিজাইনের ডিসপ্লে সহ পেশ করেছে। ফোনটির স্ক্রিন অ্যামোলেড প‍্যানেলে তৈরি হ‌ওয়ার সাথেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ হাই রিফ্রেশরেটে কাজ করে ফোনটি। এই স্মার্টফোন‌টি অ্যান্ড্রয়েড 11 আধারিত অক্সিজেন‌ওএস 11 লঞ্চ হয়েছে, এর সাথেই প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকর প্রসেসর সহ কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন695 চিপসেট দেওয়া হয়েছে। আমেরিকার মার্কেটে এই ফোনটিকে 6 জিবি র‍্যাম সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজে।পেশ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OnePlus Nord N20 5G ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, এর সাথেই ফোনটি 2 মেগাপিক্সেলের মোনোক্রম ক‍্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর সাপোর্ট করে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ওয়ানপ্লাসের এই ফোনটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে, এই ক‍্যামেরা‌টি স্ক্রিনের উপরে বাঁ-দিকের পাঞ্চ-হোলে দেওয়া হয়েছে।

OnePlus Nord N20 5G স্মার্টফোন‌টি 5জি, ওয়াই-ফাই এবং ব্লুটুথের মতো ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,500 এম‌এ‌এইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে, এই ফোনটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। পাঠকদের জানিয়ে দিই, আমেরিকার বাজারে এই ফোনটি কুরিয়ার সার্ভিস সহ বান্ডিল অফারেও উপলব্ধ করা হবে, কোম্পানির এই ফোনটির প্রাইস প্রায় $282 ডলার, অর্থাৎ প্রায় 21,500 টাকা। ইউএস মার্কেটে এই ফোনটির সেল আগামী 28 এপ্রিল থেকে শুরু হতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here