আজ থেকে শুরু হচ্ছে realme P1 Pro 5G স্মার্টফোনের সেল, জেনে নিন দাম এবং ফিচার

এই মাসে রিয়েলমি তাদের ‘P series‘ নামে তাদের নতুন স্মার্টফোন সিরিজ পেশ করেছিল। এই সিরিজে realme P1 5G এবং realme P1 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে realme P1 Pro 5G ফোনের সেল আজ অর্থাৎ 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং এই ফোনটি মাত্র 19,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটির দাম, সেল, অফার সহ ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

realme P1 Pro 5G ফোনের দাম

realme P1 Pro 5G লঞ্চ প্রাইস অফার সেল প্রাইস
8GB RAM + 128GB Storage ₹21,999 2000 ₹19,999
8GB RAM + 256GB Storage ₹22,999 2000 ₹20,999

 

realme P1 Pro 5G ফোনের অফার

realme P1 Pro 5G ফোনটি কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। উপরোক্ত 2,000 টাকা ডিসকাউন্ট উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। তবে ফ্লিপকার্টে UPI Transactions এর মাধ্যমে পেমেন্ট করলে ইউজারদের এক্সট্রা 300 টাকা ছাড় দেওয়া হবে। এই ফোনটি No Cost EMI এর মাধ্যমেও কেনা যাবে। ​realme P1 Pro 5G ফোনটি Phoenix Red এবং Parrot Blue কালারে সেল করা হবে।

realme P1 Pro ফোনের ডিজাইন

realme P1 Pro ফোনের স্পেসিফিকেশন

OLED ডিসপ্লে

Realme P1 Pro 5G ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ Curved Vision OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 950 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া চোখের সুরক্ষার জন্য এই স্ক্রিনে TÜV Rheinland প্রোটেকশন রয়েছে।

গেমিঙের জন্য শক্তিশালী প্রসেসর

realme P1 Pro ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে হেভি গেমিং ও মাল্টি টাস্কিঙের সময় হীটিং প্রবলেম থেকে বাঁচার জন্য এই ফোনে 3D VC Cooling System দেওয়া হয়েছে।

অসাধারণ ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা

এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ওআইএস ফিচার সাপোর্টেড এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ফাস্ট চার্জিং সহ দীর্ঘমেয়াদি ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য realme P1 Pro ফোনে 45 ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 30 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম এবং এই ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে 67 মিনিট। realme P1 Pro ফোনটি রিভার্স চার্জিং সাপোর্ট করে।

নতুন ওএস

realme P1 Pro ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 যোগ করা হয়েছে। এই ফোনে 3 বছর Android Software update এবং 2 বছর security update পাওয়া যাবে।

জানিয়ে রাখি realme P1 Pro ফোনে 9 5G Bands দেওয়া হয়েছে, যার ফলে ইউজাররা এই ফোনে Jio এবং Airtel নেত্বার ব্যাবহার করতে পারবেন। এছাড়া এই ফোনের IP65 Rating ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here