লঞ্চ হল নতুন সস্তা স্মার্টফোন Vivo Y18e, দেখে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

গত সপ্তাহে আমরা এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে জানিয়েছিলাম ভিভো ভারতে তাদের ‘ওয়াই’ সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Vivo Y18 এবং Vivo Y18e স্মার্টফোন লঞ্চ করবে। আজ এর মধ্যে Vivo Y18e ফোনটির প্রোডাক্ট পেজ ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ করে দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গেছে।

Vivo Y18e ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y18e ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি স্ক্রিন রয়েছে। এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশ রেট ও 528 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস 14.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Vivo Y18e ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে 4GB এক্সটেন্ডেড RAM ফিচার রয়েছে, যার সাহায্যে ফোনের RAM 8GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি LPDDR4X RAM + eMMC 5.1 ROM টেকনোলজিতে কাজ করে। এছাড়া এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/3.0 অ্যাপার্চারযুক্ত 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo Y18e ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18e ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনটিতে IP54 রেটিং রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে শুধুমাত্র ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এতে Bluetooth 5.0 দেওয়া হয়েছে।

Vivo Y18e ফোনের দাম

কোম্পানির পক্ষ থেকে আপাতত এই ফোনের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছি এই ফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনেই সেল করা হবে। এই সস্তা ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং সোর্স অনুযায়ী এই ফোনের দাম 7,999 টাকা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here