ভারতে শীঘ্রই realme P3 Pro স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কোম্পানি এই ফোনটি টিজ করে দিয়েছে, এখন অপেক্ষা শুধু লঞ্চের। realme P3 Pro ফোনটি লঞ্চের আগেই কোম্পানির realme P1 5G ফোনের দামে দারুণ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 6GB RAM সহ এই 5G ফোনটি 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এখন এই ফোনটি মাত্র 12,999 টাকা দামে সেল করা হচ্ছে।
realme P1 5G ফোনের অফার
- ভারতের বাজারে realme P1 5G ফোনের 6GB RAM ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- ফোনটির এই মডেলে 6GB RAM + 128GB Memory যোগ করা হয়েছে।
- বর্তমানে এই স্টোরেজ অপশনে 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
- এর মধ্যে কোম্পানির পক্ষ থেকে 2 হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং 1 হাজার টাকা কুপন ডিসকাউন্ট রয়েছে।
- এই ছাড়ের পর 6GB RAM সহ realme P1 5G ফোনটি মাত্র 12,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
- শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ছাড় উপভোগ করা যাবে।
realme P1 5G ফোনের অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা ফোনটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। জানিয়ে রাখি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি কিনলে 59 টাকা প্যাকেজিং চার্জ দিতে হবে।
realme P1 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.7″ 120Hz Curved AMOLED Display
- MediaTek Dimensity 7050 SoC
- 8GB Dynamic RAM
- 16MP Front Camera
- 50MP Rear Camera
- 45W 5,000mAh Battery
ডিসপ্লে: এই ফোনে ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হয়েছে। এতে 2412 X 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড স্ক্রিন রয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 600 নিটস ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি68 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: realme P1 5G ফোনটি RAM UFS3.1 + LPDDR4X Storage ফিচার সহ কাজ করে। এই ফোনে 8GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়াও ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপারর্চার ক্ষমতাসম্পন্ন 2MP ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। একইভাবে সেলফি তোলা ও রীল তৈরি করার জন্য এই ফোনে এফ/2.45 অ্যাপারর্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme P1 5G ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 28 মিনিটে 0 থেকে 50% চার্জ এবং 65 মিনিটে 100 শতাংশ ফুল চার্জ হয়ে যাবে। এই ফোনে OTG reverse charging ফিচার রয়েছে।
ওএস: realme P1 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 4 জেনারেশন Android Software update এবং 3 বছরের security update দেওয়া হয়েছে।