Realme আনতে চলেছে নতুন Narzo 60x 5G স্মার্টফোন, 6 সেপ্টেম্বর হবে ভারতে লঞ্চ

আজ অর্থাৎ 4 সেপ্টেম্বর ভারতে রিয়েলমি তাদের সবচেয়ে নতুন স্মার্টফোন হিসাবে Realme C51 পেশ করেছে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এবার কোম্পানি তাদের “এক্স” সিরিজে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 6 সেপ্টেম্বর ভারতে realme narzo 60x 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির সঙ্গে ভারতে realme Buds T300 ও লঞ্চ করা হবে। আরও পড়ুন: শীঘ্রই ভারত সহ গোটা বিশ্বে লঞ্চ হতে পারে Vivo V29 5G, জেনে নিন তারিখ

ভারতে আসছে Realme Narzo 60x 5G ​

6 সেপ্টেম্বর ভারতে realme narzo 60x 5G ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হবে। আগামী 6 সেপ্টেম্বর দুপুর 12টার সময় এই ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং কোম্পানির ওয়েবসাইট ও রিয়েলমি ইন্ডিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই ইভেন্ট লাইভ টেলিকাস্ট করা হবে। Narzo 60x 5G ফোনের পাশাপাশি এই ইভেন্টের মঞ্চে realme Buds T300 ডিভাইসও পেশ করা হবে।

Realme Narzo 60x 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • MediaTek Dimensity 6100+
  • 33W 5,000mAh Battery
  • 6.72″ AMOLED Screen
  • 64MP Rear Camera

ডিসপ্লে: Realme Narzo 60x 5G ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে এমোলেড ডিসপ্লে প্যানেল যোগ করা হতে পারে এবং এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে বলে জানা গেছে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর থাকতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ব্যাটারি এবং চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য Realme Narzo 60x 5G ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হবে বলে জানা গেছে। কোম্পানি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here