ভারতে 7 এপ্রিল লঞ্চ হবে POCO C51 স্মার্টফোন, দাম হতে পারে 8 হাজারের কাছাকাছি

Highlights

  • POCO C51 একটি লো বাজেট স্মার্টফোন হবে।
  • এর দাম 8 হাজারের আশেপাশে থাকবে।
  • এই ফোনটি 3GB এক্সটেন্ডেড RAM সাপোর্ট করবে।

POCO C51 ভারতে 7 এপ্রিল লঞ্চ হবে। এই সিরিজের অধীনে কোম্পানি 2023 সালের জানুয়ারিতে প্রথমে POCO C50 স্মার্টফোনটি লঞ্চ করেছিল এবং তারপর POCO C55 স্মার্টফোনটি 2023 এর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে। সম্প্রতি POCO C51 স্মার্টফোনটির ভারত লঞ্চ সম্পর্কে অনেক তথ্য সামনে এসেছে। পাশাপাশি এর লুক এবং ডিজাইন সম্পর্কেও একাধিক গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন জানা গেছে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে OnePlus Nord 3 5G স্মার্টফোন, NBTC এবং TDRA সাইটে হল স্পট

POCO C51 স্মার্টফোনের দাম

Poco C51 এর দাম সম্পর্কে কোম্পানির তরফ থেকে কোনও তথ্য জানানো হয়নি। তাই এই ফোনটির দাম সম্পর্কে জানার জন্য 7 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। POCO C51 একটি লো বাজেট ডিভাইস হবে এবং এই ফোনটির প্রারম্ভিক দাম 8 হাজারের কাছাকাছি হতে পারে। এই Poco ফোন দুটি মেমরি ভেরিয়েন্টে সেলের জন্য পাওয়া যাবে।

Poco C51 স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

  • 6.52″ HD+ ডিসপ্লে
  • MediaTek Helio G36
  • 7GB টার্বো RAM
  • Android 13 Go
  • 8MP রেয়ার ক্যামেরা
  • 5MP সেলফি সেন্সর
  • 5,000mAh ব্যাটারি

POCO C51 স্মার্টফোনটি 1600 x 720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি IPS LCD প্যানেলে নির্মিত হবে যা 120Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করবে। এই ডিসপ্লেটি ওয়াটারড্রপ নচ স্টাইলে তৈরি করা হবে। আরও পড়ুন: 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ চীনে লঞ্চ হয়েছে OPPO A1 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Poco C51 স্মার্টফোনটি Android 13 ‘Go’ ভার্সনে লঞ্চ হবে এবং 12nm MediaTek Helio G36 octa-core প্রসেসরে কাজ করবে যা 2.2GHz ক্লক স্পিডে চলবে। এই ফোনে 3 GB এক্সটেন্ডেড র‍্যাম টেকনোলজিও থাকবে যার ফলে এই ফোনে 7 GB RAM এর পাওয়ার থাকবে।

ফটোগ্রাফির জন্য POCO C51 স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই সেটআপে F/2.0 অ্যাপারচার যুক্ত একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং LED ফ্ল্যাশ সহ একটি সেকেন্ডারি AI লেন্স অন্তর্ভুক্ত থাকবে। Poco C51 স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট থাকবে। আরও পড়ুন: 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Redmi Note 12 Pro 4G স্মার্টফোন, জেনে নিন দাম

POCO C51 সম্পর্কে কোম্পানি জানিয়েছে যে এই মোবাইল ফোনটি 5,000mAh ব্যাটারি সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এই Poco ফোনে ডুয়াল সিম সাপোর্ট, 3.5mm জ্যাক এবং মাইক্রো USB পোর্ট দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here