Instagram এবং WhatsApp এ পতকার প্রোফাইল পিকচার কিভাবে ব্যবহার করবেন?

75th Independence Day এবং আসছে। পুরো দেশ পতাকার রঙে ভরে উঠেছে। ভারত সরকারের পক্ষ থেকে আজাদীর অমৃত মহোৎসব উজ্জাপন করা হচ্ছে এর সাথে Har Ghar Tiranga অভিযান করা হচ্ছে। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে নিজের ঘরে পতাকা লাগাতে বলেছে। 15 আগস্ট মানে স্বাধীনতা দিবসে ভারতীয়রা তাদের DP মানে প্রোফাইল পিকচারে পতাকার ছবি লাগাচ্ছে। যদি Whatsapp বা Instagram এ Tiranga Dp লাগাতে চান তো তাহলে আমরা খুব সহজ পদ্ধতি বলছি।

ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার কিভাবে বদল করব / How to Change Instagram Profile Photo

1. Instagram এ নিচে ডান দিকের প্রোফাইল আইকনে ক্লিক করুন।

2. প্রোফাইল ওপেন হওয়ার পর ওখানে Edit Profile এর নামক একটি অপশন দেখা যাবে ওটাই ক্লিক করুন।

3. এখানে Change Profile Photo এর অপশন আসবে ওটাই টাচ করুন।

4. New Profile Phone অপশনটি খুঁজে গ্যালারির পতাকার ছবিটি সিলেক্ট করুন ।

5. ফোটোর সাইজ অবজেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। Tiranga Instagram Dp সেট হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার কিভাবে বদল করব / How to Change WhatsApp Profile Photo

1. WhatsApp এ সবার প্রথমে ডান দিকে তিনটি বিন্দু দেখা যাবে, ওখানে ক্লিক করুন ।

2. এখানে অপশনের লিস্ট খুলে যাবে, Settings অল্টারনেটিভ খুঁজুন

3. এখন WhatsApp Profile Picture দেখা যাবে, এটি টাচ করলেই DP তে ক্যামেরা আইকন আসবে।

4. এই ক্যামেরা আইকনটি ক্লিক করার পর Camera এবং Gallery অপশন আসবে। গ্যালারি অপশনটি সিলেক্ট করুন ।

5. এখানে গ্যালারিতে সেভ করা পতাকার ছবিটি সিলেক্ট করে Done করুন। Tiranga WhatsApp Dp তে সেট হয়ে যাবে।

নোট: Instagram এবং Whatsapp পতাকার ছবি লাগানোর জন্য সবার প্রথমে আপনি আপনার স্মার্টফোনে রাষ্ট্রিয় পতকা ডাউনলোড বা সেভ করতে হবে। এর জন্য আপনি গুগলে ডাইরেক্ট সার্চ করতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী সেভ করে নিতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here